চুলের অকাল পক্কতা রোধে উপকারী মাস্ক

মানসিক চাপ, পুষ্টির স্বল্পতা ইত্যাদি নানান কারণে অকালে চুল পাকার সমস্যা দেখা দিতে পারে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 09:18 AM
Updated : 18 July 2020, 09:18 AM

এই সমস্যা রোধে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যায়।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুলের অকাল পক্কতা দূর করার প্রাকৃতিক ও কার্যকর মাস্ক সম্পর্কে জানান হল।

চুলের অকালপক্কতা রোধের মাস্ক

উপকারণ: আধা কাপ কারি পাতা গুঁড়া। দুই টেবিল-চামচ আমলকীর গুঁড়া। এক টেবিল-চামচ নারিকেল তেল। এক টেবিল-চামচ ক্যাস্টর তেল।

পদ্ধতি

- একটা পাত্রে নারিকেল ও ক্যাস্টর তেল গরম করে নিন।

- এক মিনিট পরে চুলা বন্ধ করে গরম তেলে কারি পাতার পেস্ট ও আমলকীর গুঁড়া মেশান।

- মিশ্রণটি ঠাণ্ডা হয়ে আসলে তা মাথার ত্বক ও চুলে মালিশ করে ব্যবহার করুন।

- দুই ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কন্ডিশনার ব্যবহার করুন।

উপকারিতা

* চুল মসৃণ ও ঘন রাখতে ক্যাস্টর তেল খুব ভালো কাজ করে। এছাড়াও চুল পাকা রোধে এটা কার্যকর।

* কারি পাতা চুলের গোড়া শক্ত করে ও চুলের রং খানিকটা গাঢ় করতে সহায়তা করে।

* নারিকেল তেল চুলের আর্দ্রতা রক্ষা করে ও চুলের স্বাস্থ্য সুরক্ষিত রাখে।

* আমলকীর গুঁড়া চুলে পুষ্টি যোগায় ও চুল পাকা রোধে সহায়তা করে।

ছবির মডেল: সারাহ ফারহানা/ ছবি: ই স্টুডিও।

আরও পড়ুন