একটানা না খেয়ে থাকার কারণে শরীরে অভাব দেখা দেয় পানির এবং খাবারের, ফলে শরীরে শক্তির স্তর কমে, আসে দুর্বলতা। তবে সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের মাধ্যমে কাটানো যায় এই দুর্বলতা।