নিজেদের পরিবেশ নিজেরা সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে অঙ্গীকার করেছে চাঁদপুরের খুলিশাঢুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিজেদের বিদ্যালয়, বাড়ি-ঘর, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক-পলিথিন বর্জন ইত্যাদি বিষয়ে নিজে সচেতন হওয়ার পাশাপাশি সহপাঠী ও পরিবারের অন্যদের সচেতন করার বিষয়ে শিক্ষার্থীরা এমন অঙ্গীকার করেন।
মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে পরিবেশ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইন ও গাছের চারা রোপণের এ কার্যক্রম আয়োজন করে গ্রিন ক্লাইমেট ইনেশিয়েটিভ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিম।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন খুলিশাঢুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম। সভাপতিত্ব করেন গ্রিন ক্লাইমেট ইনেশিয়েটিভ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিমের সভাপতি এস এম মানজুরুল ইসলাম সাজিদ।
পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে কথা বলেন তানজিন তাজ ছোঁয়া এবং গাছের চারা রোপণের উপকারিতা নিয়ে কথা বলেন আশিকুর রহমান শান্ত। সঞ্চালনা করেন মো. নাইমুর রহমান নিয়ামুল। সহযোগিতা করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও গ্রিন ক্লাইমেট ইনেশিয়েটিভের উপদেষ্টা বায়েজিদ আহমেদ রনি।
বায়েজিদ আহমেদ রনি বলেন, “পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বৃক্ষরোপণ সংশ্লিষ্ট এ ক্যাম্পেইনে চাবিপ্রবির শিক্ষার্থীরা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতে সক্ষম হয়েছে। প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে তারা স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে তাদের আইডিয়া শেয়ার করেছে।”
বক্তারা জানান, আমাদেরকে জলবায়ু সচেতন মানুষ হিসেবেই গড়ে উঠতে হবে। পলিথিন ব্যবহার না করা, ঘুমানোর সময় নিজে মশারি টানানো, স্কুল-বাড়ি-ছাদে গাছের চারা রোপণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।