বামন গ্রহ
রাসয়াত রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2016 03:07 AM BdST Updated: 16 Oct 2016 03:07 AM BdST
তোমরা কি জানো, সৌরজগতের কাইপার বেষ্টনীতে একটি নতুন বামন গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহটার সম্পর্কে বলার আগে বলি কাইপার বেষ্টনী বিষয়টি কী? সৌরজগতের ৫৫ মহাজাগতিক একক দূরত্বের মধ্যে অবস্থিত জায়গাকে কাইপার বেষ্টনী বলে। নতুন খুঁজে পাওয়া সেই গ্রহটির নাম ইউজেডটুটুফোর (UZ224). প্লুটো গ্রহের কক্ষপথের পিছনেই এর অবস্থান কিংবা কে জানে, এর সঙ্গে হয়ত আরও অনেক কিছুই সেখানে আবিষ্কার করা বাকী আছে!!
ধারণা করা হচ্ছে বামন গ্রহটির পথের পরিমাণ হবে ৫৩০ কিলোমিটারের মতো, প্লুটোর যেটা ২৩৭৪ কিলোমিটার। প্লুটো ছাড়া আর পাঁচটি বামন গ্রহ যারা এখন পর্যন্ত গ্রহের মর্যাদা পেয়েছে তাদের নাম জানো কী? সেরেস, এরেস, মেকমেক এবং হুমায়া। এ ছাড়াও এ বছরের শুরুর দিকে আরও একটা গ্রহকে বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়েছে। তবে এখনও কেউ ওর নাম দেয়ননি জানো? বিজ্ঞানীদের হিসাবের খাতায় যেভাবে নাম লেখা হয় সেইভাবে এখনও ওর নাম রয়ে গিয়েছে, 2015 RR245, কী বিদঘুটে না, বলো তো!
মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি দল এই বামন গ্রহটি আবিষ্কার করেছেন যার নেতৃত্বে রয়েছেন ডেভিড গার্ডেস। কম্পিউটারের স্পেশাল একটি সফটওয়ারে এটা আবিষ্কৃত হয়েছে। সূর্য থেকে এর দূরত্ব ১৩.৭ বিলিয়ন কিলোমিটার। এটা আসলে অনেক দূরে, এর অর্ধেক দূরত্বে সবচেয়ে দূরের গ্রহ প্লুটো অবস্থিত। তবে প্লুটো গ্রহ কি না এটা নিয়েই বিজ্ঞানীরা বার বার মত বদলাচ্ছেন।
সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসতে এই গ্রহের সময় লাগে ১১০০ বছর, পৃথিবীর লাগে মাত্র ১ বছর। মানে বুঝলে? ওদের গ্রহে ঋতুবদল হতে ১১০০ বছর সময় লেগে যায়। প্রায় ২ বছর সময় লেগেছে এই গ্রহের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে।
বিজ্ঞানীরা এখনও এই বামন গ্রহটাকে নিয়ে তেমন কিছুই জানেন না। শুধু জানেন এর কক্ষপথটা কেমন হতে পারে আর জানেন যে এটার অস্তিত্ব আসলেই আছে। বিজ্ঞানীরা আগে ধারণা করতেন আমাদের সৌরজগতের বাইরে আরও বিশাল সব সৌরজগত রয়েছে। এটার আবিষ্কারের পরে সেই সব অজানা জগত সম্পর্কে আরও নিশ্চিত হওয়া গেল। এখন বিজ্ঞানীরা আরও আগ্রহ নিয়ে এদের খোঁজ তালাশ চালাচ্ছেন।
যদি তাদের হিসেব মতো মিলে গিয়ে নতুন গ্রহটি বামন গ্রহের মর্যাদা পায় তাহলে এটি হবে সৌরজগতের সবচেয়ে ছোট্ট সদস্য।
গ্রহের মর্যাদা মিলুক কি না মিলুক। সৌরজগত কিন্তু ছোট একটা নতুন বন্ধু পেয়েই গিয়েছে।
সর্বাধিক পঠিত
- ফিরবে না জেনেও মঙ্গলে যাচ্ছে এ কিশোরী
- তোমার নামের অর্থ কী?
- নৌকা ছাড়া অন্য কোন যান নেই যে শহরে
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- সাতক্ষীরা দিয়ে সড়কপথে সুন্দরবন
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- চারটি মজার গল্প
- বাঙলা সাহিত্যের কিশোর ইতিহাস
- বঙ্গবন্ধুর বাংলা জন্ম তারিখ কি আমরা জানি!
- শহরের সব রাস্তাই গেছে আজ শহীদ মিনারে