বইটি প্রকাশ করেছে ‘ময়ূরপঙ্খি’, সম্পাদনায় ‘মধুপোক’।
Published : 20 Feb 2025, 03:00 PM
এক যে ছিল ঘাসফড়িং। এক বনে তার বাস। সারাদিন শুয়ে-বসে কাটাতেই তার যত আনন্দ। কাজে-কর্মে মন নেই একেবারে। ঘাসের উপর শুয়ে শুয়ে সে গান গায় লা লা লালা...। আরও গায়, আহা কী আনন্দ আকাশে বাতাসে।
একদিন ঘাসফড়িং আনমনে গান গাইছিল। তখন কয়েকটি পিঁপড়া দল বেঁধে সেখান দিয়েই যাচ্ছিল। দিনভর ছোটাছুটির পর ওরা তখন ক্লান্ত। ঘাসফড়িং দেখতে পায় পিঁপড়া বাহিনীকে। বলে, কী হে, কেমন আছ তোমরা?
পিঁপড়া বাহিনী বলে, ভালো আছি। বেশ ভালো। আমরা খাবার খুঁজতে বেরিয়েছি। একটু জিরিয়ে নিচ্ছি এখন। ঘাসফড়িং বলে, তোমরা তো বড্ড বোকা! এমন গরমে কেউ কাজ করে নাকি! এসো, আমার সঙ্গে খেলো। গরম একটু কমুক, তারপর আবার খাবারের খোঁজ করো।
এভাবেই বনের ঘাসফড়িং সারাদিন অলস বসে থাকতে আর ঘাসের উপর শুয়ে শুয়ে গান গাইতে ভালোবাসত। আমোদফুর্তিতে তার যত আনন্দ, কাজে-কর্মে ঠিক ততটাই অনাগ্রহ। পিঁপড়ার মতো পরিশ্রমী প্রাণীকেও চেষ্টা করত দলে ভেড়াতে। কুঁড়ের বাদশাহ ঘাসফড়িংটাই কিনা হয়ে উঠল বনের সবচেয়ে পরিশ্রমী পোকা!
কী এমন ঘটেছিল, যা ওর জীবনটাই পুরো বদলে দিল? ঘাসফড়িং কাজ-কর্মে বিশেষ মনোযোগ না দিয়ে সারাদিন শুধু মজা করতেই পছন্দ করত। কিন্তু শীতের কষ্ট থেকে তাকে বাঁচাতে পিঁপড়া বাহিনী কীভাবে তাকে সাহায্য করল, এবং সেই অভিজ্ঞতা ঘাসফড়িংয়ের জীবনকে কীভাবে সম্পূর্ণ বদলে দিল?
জানতে হলে পড়তে হবে কবি হাসান হাফিজের পুনর্কথনে বলিভিয়ার রূপকথা ‘পিঁপড়া বাহিনী ও ঘাসফড়িং’। অমর একুশে বইমেলায় এটি প্রকাশ করেছে ‘ময়ূরপঙ্খি’, আর সম্পাদনা করেছে ‘মধুপোক’।
কবি ও সাংবাদিক হাসান হাফিজের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় দুইশ। পেয়েছেন অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কারসহ অনেক সম্মাননা।
‘পিঁপড়া বাহিনী ও ঘাসফড়িং’ গল্পটি শুধু শিশুদের জন্য নয়, বড়দের জন্যও একটি অনুপ্রেরণা হতে পারে। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নাজমুল আলম মাসুম। পাওয়া যাবে বইমেলায় ‘ময়ূরপঙ্খি’ স্টলে। মুদ্রিত মূল্য ৩৫০ টাকা।