স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই উদ্যোগ নেয়।
Published : 13 Apr 2025, 08:14 PM
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন সড়কে রং-বেরঙের আলপনা আঁকা হয়েছে।
জানা যায়, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই উদ্যোগ নেয়।
শনিবার জেলা শহরের কারাগার মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক এবং কলেজ মোড়সহ নানা স্থানে আলপনা আঁকতে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন স্থানীয় শিল্পীরা।
আলপনা আঁকায় অংশ নেওয়া এক তরুণ হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই নতুন প্রজন্ম আলপনার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হোক। বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, তাই আমরা শহরকে আলপনায় সাজাতে চাই।”
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।