ডেঙ্গু: একদিনে ভর্তি ১৪২৯ রোগী, ৮ মৃত্যু

২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩০২ জন ঢাকা মহানগরে এবং ১১২৭ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 12:50 PM
Updated : 16 Nov 2023, 12:50 PM

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৪২৯ রোগী; এইডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে আরো ৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩০২ জন ঢাকা মহানগরে এবং ১১২৭ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৯৪ জন। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৮৭৮ জন ঢাকার এবং ১ লাখ ৯৩ হাজার ২১৬ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং ঢাকার বাইরে এই সংখ্যা ৩।

সব মিলিয়ে এ বছর ১৫২৮ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। তাদের মধ্যে ৮৯০ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬৩৮ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৫ হাজার ৫৫৮ জন রোগী। তাদের মধ্যে ১৪৫৭ জন ঢাকায় এবং ৪ হাজার ১০১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হন। নভেম্বরের প্রথম ১৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১৯ জন রোগী।

জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১৬ দিনে মৃত্যু হয়েছে ১৮০ জনের।