এ মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৮৭১ জন এবং মৃত্যু হয়েছে ২৬২ জনের।
Published : 28 Nov 2023, 05:47 PM
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন রোগী; মারা গেছেন আরও চারজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৪৬ জন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৬১০ জনের মৃত্যু হয়েছে।
এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার ৭৫৮ জন এবং ঢাকার ২০১ জন। এ সংখ্যাসহ ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৫৪৭ জন। ঢাকায় এ সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪৯৯ জন।
রেকর্ড মৃত্যুর এ বছরে ঢাকায় ৯৩১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৭৯ জনের প্রাণহানি হয়েছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩ হাজার ৫৬৭ জন রোগী। এদের মধ্যে ১০০০ জন ঢাকায় এবং ২ হাজার ৫৬৭ জন বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
এ মাসে ২৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৮৭১ জন এবং মৃত্যু হয়েছে ২৬২ জনের।