দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে; এ সময়ে মশবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৩৩ জন।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৩ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ৮। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে প্রাণ গেছে ১৪৬০ জনের।
তাদের মধ্যে ৮৫৭ জন মারা গেছেন ঢাকায়, বাকি ৬০৩ জন ঢাকার বাইরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২৯৮ জন ঢাকা মহানগরে এবং ১০৩৫ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে।
নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৮৮৯ জন ঢাকার এবং ১ লাখ ৮৫ হাজার ৬৮৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।
শুক্রবার সকালে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২০৮ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছিল। তাদের মধ্যে এক হাজার ৫৮৯ জন ঢাকায় এবং চার হাজার ৬১৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়। ১১ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৩৯৭ জন রোগী।
মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১১ দিনে মৃত্যু হয়েছে ১১২ জনের।