এবছর এ রোগে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩০০ জনে।
Published : 21 Feb 2024, 06:19 PM
দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫ জন; এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ২ জন, বাকি ৩ জন ঢাকার বাইরের।
এ বছর এইডিস মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০০ জনে, তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ২৭ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২৮।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।