এক বছরে ধূমপান ছেড়েছেন ১০ লাখ ফরাসি

ধূমপানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে সফলতার মুখ দেখতে শুরু করেছে ফ্রান্স।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2018, 05:41 AM
Updated : 29 May 2018, 05:51 AM

গত এক বছরে ১০ লাখ ধূমপায়ী এই বদভ্যাস ছেড়েছেন বলে সর্ব সাম্প্রতিক এক জরিপের ফলাফল উদ্ধৃত করে জানিয়েছে বিবিসি।

সাড়ে ৬ কোটি মানুষের দেশটিতে ধূমপান কমার এমন প্রবণতা গত এক দশকে দেখা যায়নি বলে জানিয়েছে জরিপ পরিচালনাকারী কর্তৃপক্ষ পাবলিক হেলথ ফ্রান্স।

বিশ্বের প্রতি ১০টি মৃত্যুর একটি ধূমপানের কারণে ঘটে বলে এর আগে এক গবেষণায় উঠে এসেছিল। ২০১৫ সালে চালানো ওই গবেষণায় বলা হয়েছিল, বিশ্বের ১০০ কোটি মানুষ রয়েছেন, যারা প্রতিদিনই ধূমপান করেন।

এরপর ধূমপান প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ নেয় বিভিন্ন দেশের সরকার।

পাবলিক হেলথ ফ্রান্স গত বছর জরিপে চালিয়ে দেখেছে, প্রতিদিন ধূমপান করেন এমন প্রাপ্তবয়স্ক মানুষের হার এখন ২৬ দশমিক ৯ শতাংশ, যা আগের বছর ছিল ২৯ দশমিক ৪ শতাংশ।

এই এক বছরে দেশটিতে ধূমপায়ীর সংখ্যা ১ কোটি ৩২ লাখ থেকে ১ কোটি ২২ লাখে নেমে এসেছে।

তরুণ এবং স্বল্প আয়ের মানুষের ধূমপান ছাড়ার প্রবণতা বেশি বলে জরিপে উঠে এসেছে।

ধূমপান ছাড়ার প্রবণতার ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকেই কারণ হিসেবে দেখানো হয়েছে জরিপে।

ফরাসি সরকার তামাকের দাম বাড়ানোর পাশাপাশি তামাকমুক্ত মাস পালনসহ ধূমপানবিরোধী নানা কর্মসূচি চালিয়েছিল এই সময়ে।

ধূমপান কমানোর চেষ্টা রয়েছে বাংলাদেশেও। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবারও এক আলোচনা অনুষ্ঠানে বলেছেন, ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়তে তারা বদ্ধপরিকর।