প্রতিষ্ঠানটির কোনো লাইসেন্স নেই, অনলাইন ডেটাবেইজে কোনো আবেদনও মেলেনি বলে স্বাস্থ্য অধিদপ্তরের ভাষ্য।
Published : 14 Jan 2024, 11:35 PM
ঢাকার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্প্রতি খতনা করাতে গিয়ে আয়ান আহমেদ নামে এক শিশুর মৃত্যুর পর রোববার সন্ধ্যায় এ নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ আদেশ দিয়েছেন।
জানতে চাইলে ডা. মঈনুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে আমরা ওই হাসপাতাল পরিদর্শনে গেলাম। তারা আমাদের কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারে নাই। আমাদের অনলাইন ডেটাবেইজে এই নামে কোনো আবেদন নেই, এমনকি কোনো লাইসেন্সও নেই। এজন্য বন্ধ করে দেওয়া হয়েছে।"
তবে ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন্স ম্যানেজার আরিফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনও এ ধরনের কোনো আদেশের কপি পাইনি।"
অধিদপ্তরের আদেশে বলা হয়, আয়ানের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালকের নেতৃত্বে গত ১০ জানুয়ারি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করা হয়। এ সময় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ডেটাবেজ পর্যালোচনা এবং পরিদর্শনের সময় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে।
এতে দেখা গেছে, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নিবন্ধন বা লাইসেন্সের জন্য কখনোই অনলাইন আবেদন করে নাই।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রতিষ্ঠানটি কোনো নিবন্ধন অথবা লাইসেন্স ছাড়া নির্মানাধীন ভবনে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এটি সরকারের প্রচলিত আইনের পরিপন্থি।
“এমতাবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন/লাইসেন্স প্রাপ্ত না হয়ে কার্যক্রম পরিচালনা করায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ অনুযায়ী ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড সিটি, সাতারকুল, বাড্ডা, ঢাকা নামক প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ প্রদান করা হলো।"
স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শনের পরদিন বৃহস্পতিবার ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন্স ম্যানেজার আরিফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “যথাযথ নিয়ম মেনে আমাদের মূল প্রতিষ্ঠান 'ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড' এর নামে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে সেটি প্রক্রিয়াধীন। আর মেডিকেল কলেজটি চালুর পরই সেখানে চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে।"
তিনি এও বলেছিলেন, “নিবন্ধনের জন্য করা আমাদের আবেদনটি যে ত্রুটিযুক্ত এ বিষয়ে কোনো চিঠি বা নোটিস আমাদের দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। ত্রুটি থাকলে সেটা আমরা ঠিক করব। আর স্বাস্থ্য অধিদপ্তর আমাদের রেগুলেটরি অথরিটি, তারা যে ইনস্ট্রাকশন দেবে আমরা অবশ্যই তা মেনে চলব।”
পাঁচ বছর বয়সী আয়ানকে খতনা করানোর জন্য গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার সাঁতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে গিয়েছিল তার পরিবার। অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার।
পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৭ জানুয়ারি সেখানেই মৃত্যু হয় শিশুটির।
আয়ানের বাবা শামীম আহামেদ ইতোমধ্যে বাড্ডা থানায় মামলা করেছেন। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট সাইদ সাব্বির আহমেদ, সার্জারি বিভাগের চিকিৎসক তাসনুভা মাহজাবিন, অজ্ঞাতনামা পরিচালকসহ কয়েকজনকে আসামি করা হয়েছে সেখানে।
আরও পড়ুন
নিবন্ধন ছাড়াই চিকিৎসা দিচ্ছিল ইউনাইটেড মেডিকেল
ইউনাইটেড মেডিকেলের বিরুদ্ধে আয়ানের বাবার মামলা
শিশু আয়ানের মৃত্যু: ১২ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন চায় মানবাধিকার কমিশন