মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৮।
Published : 28 Jan 2024, 03:19 PM
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আর ২৬৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ১১ জনের।
এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৮।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ভর্তি হন ৯০০ জন। আর ঢাকার বাইরে এই সংখ্যা ১৭৬৩। একদিনে মারা যাওয়াদের মধ্যে ৬ জন ঢাকায়, ৫ জন ঢাকার বাইরের।
এ দিন সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৯১৩ জন রোগীর চিকিৎসা চলছিল। এর মধ্যে ঢাকায় ৪০৬৬ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৮৪৭ জন।
হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)