শাহরুখ খান কিছুদিন আগে বলেছিলেন, অস্থির হয়ে লাভ নেই, পাঠানের ট্রেইলার আসার দিনক্ষণ নির্ভর করছে তার মর্জির ওপর। অবশেষে কিং খানের মর্জি হয়েছে। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা, পাঠান বয়কটের ডাক, সেন্সর শর্তসহ নানা বিতর্কের মধ্যেই প্রকাশ পেয়েছে পাঠানের ট্রেইলার। সেখানে শাহরুখকে পাওয়া গেল সন্ত্রাসী গোষ্ঠীর হামলা থেকে দেশ বাঁচানোর মিশনে নামা একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে। অন্যরূপে আছেন ডিম্পল কাপাডিয়া। দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের দেখা মিললেও আড়াই মিনিটের ট্রেইলারে কোথাও নেই সালমান খান।
Published : 10 Jan 2023, 04:45 PM