পরিচালকের ‘আচরণ’ নিয়ে অভিযোগ সুনেরার; পরিচালক বললেন, তিনি কিছুই ‘জানেন না’।
Published : 21 Oct 2022, 02:35 PM
সরকারি অনুদানের চলচ্চিত্র ‘জয় বাংলা ধ্বনি’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও পরিচালকের ওপর ক্ষুব্ধ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এখন বলছেন, এ সিনেমা তিনি করবেন না।
ন’ ডরাই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রীর ভাষ্য, দরকার হলে জরিমানা দেবেন, কিন্তু এ সিনেমায় তিনি অভিনয় করবেন না।
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার গল্প লিখেছেন সংসদ সদস্য, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। সিনেমাটি পরিচালনা করছেন খ ম খুরশীদ।
সিনেমার কলাকুশলীদের পরিচয় করিয়ে দিতে বৃহস্পতিবার ঢাকার গুলশানে জমকালো সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু সেখানে সিনেমার নায়িকা সুনেরাহ বিনতে কামালকে দেখা না যাওয়ায় শুরু হয় গুঞ্জন।
যদিও সংবাদ সম্মেলনে বারবার ঘোষণা করা হয়, সুনেরাহ থাকছেন জয় বাংলা ধ্বনিতে। চিত্রনায়ক নিরব ও নির্মাতা খ ম খুরশীদও সুনেরাহর অভিনয়ের নিশ্চয়তা দেন।
কিন্তু সুনেরাহ বিনতে কামাল শুক্রবার গ্লিটজকে বললেন, তিনি ‘মানা করে’ দিয়েছেন; ওই সিনেমায় কাজ করবেন না।
“আমার উপর চাপ আসলে আসবে। তাতেও কিছু করার নাই। সে দেখা যাবে। আমি একজন আর্টিস্ট। আমি যদি একটা কাজ না করতে চাই, আমার যদি ইচ্ছে না হয়, কেউ কী জোর করে করাতে পারবে? এটা তো চাকরি না। এটা আর্টিস্টের কাজ। অ্যাক্টিংটা ফিল করে করতে হয়। যে ব্যবহার উনাদের, আমার কিছু করার নাই।”
‘না’ করে দেওয়ার কারণ জানতে চাইলে সুনেরাহ বলেন, “চরিত্রটাতে কাজের ব্যাপারে নিজেকে কনভিন্স করাতে পারছিলাম না। আমি তাকে জানিয়েছি। তারপর সে যে ব্যবহার করেছে আমার সাথে, সেটা আমার পছন্দ হয় নাই। আমার কথা হল, কারও যদি ব্যবহার খারাপ হয়, তার সঙ্গে আমি কাজ করতেই পারব না।
“বাসায় কখনো কেউ আমার সাথে চিৎকার করে না। সবাই আমাকে অন্যভাবে ডিল করে। তার ডিলিংসটাই আমার পছন্দ হচ্ছিল না।”
এই ‘তিনি’, ‘তার’ ‘সে’ বলতে কাকে বোঝাচ্ছেন সুনেরাহ? উত্তরে এই অভিনেত্রী বললেন, নির্মাতা খ ম খুরশীদের নাম।
“আমি যখন তাকে জানিয়েছি যে এই সিনেমা করব না, তিনি ফোন দিয়ে আমার সাথে চিৎকার করেছেন। এটা আমার একদমই ভালো লাগে নাই। তাদের অভিব্যাক্তি এমন যে, ‘আমি বলেছি মানে করতেই হবে’।
“পরে আমাকে হুমকি দিয়ে বলেছে, ‘বিপদ আসবে’। আমি বলেছি, আপনি যদি সুন্দর করে বলতেন, মায়া লাগলে আমি করেও দিতাম। আপনি যে ব্যবহার করেছেন, তারজন্য আমি সিনেমাটা করবই না। কী করবেন করেন।”
সমাধানের কোনো সুযোগ আছে কি জানতে চাইলে সুনেরাহ দৃঢ়কণ্ঠে বলেন, “আমি করব না।”
এই অভিনেত্রী জানালেন, চিত্রনায়ক নিরব তাকে ‘কনভিন্স করার’ চেষ্টা করেছেন, কিন্তু তাকেও তিনি ‘না’ বলে দিয়েছেন।
“নিরব বলেছে, ‘আমি ডিল করলেও করবে না?’ নিরবকে বলেছি, তুমি ডিল করার তো কথা না। আমি একটা আর্টিস্ট। আমার কাজ হবে ডিরেক্টরের সাথে। নিরব বুঝেছে বিষয়টা।”
যোগাযোগ করা হলে নির্মাতা খ ম খুরশীদ দাবি করলেন, ‘জয় বাংলা ধ্বনি’ থেকে সুনেরাহর সরে যাওয়ার কথা তিনি ‘জানেন না’।
“কোনো নিউজ হয়েছে নাকি? বিষয়টা দেখতেছি। যার যার স্বাধীনতা। আর্টিস্টের তো অভাব নেই। ঘটনা হচ্ছে- কিসের জন্য, কী কারণে, সে হঠাৎ করে নিউজটা দিল। কাল এত বড় একটা সংবাদ সম্মেলন হল। তার কাছ থেকে জেনে তারপর আমি জানাতে পারব।”
সুনেরাহর সঙ্গে কোনো মতানৈক্য হয়েছে কি না জানতে চাইলে পরিচালক বলেন, “কোনো মতানৈক্য হয়নি। কিছুই হয়নি। সিনেমাটার চুক্তি হয়ে গেছে না? চুক্তি হলে তাকে করতেই হবে। এটা অনুদানের ছবি। সে হয়ত না বুঝে বলে ফেলেছে। এটা সরকারের সাথে ডিড হয়েছে, আমার সাথে না। আমি এখন আর বলতে চাচ্ছি না। পরে বলব।”
নায়িকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও অস্বীকার করেন খ ম খুরশীদ।
আর চুক্তির বিষয়টি মনে করিয়ে দিলে সুনেরাহ বিনতে কামাল বলেন, “আমি করব না। এরজন্য জরিমানা দেওয়া লাগলে আমি দেব। তবু ছবিটা করব না।”
শাজাহান খানের গল্পে সিনেমা, রাজাকারের চরিত্রে আসাদুজ্জামান নূর