সরকারি অনুদানের এ সিনেমার শুটিং শুরু হবে ২৬ অক্টোবর
Published : 16 Oct 2022, 11:47 AM
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মাণ হতে যাচ্ছে সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’, যেখানে চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা সুনেরাহ বিনতে কামাল।
সরকারি অনুদানের এ সিনেমা প্রযোজনা ও পরিচালনা করছেন খ ম খুরশীদ। সিনেমার গল্প লিখেছেন সংসদ সদস্য শাহজাহান খান।
নিরব জানান, গত ১৬ সেপ্টেম্বর এ সিনেমার কাজে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন; আর সুনেরাহ চুক্তি সেরেছেন ৯ অক্টোবর।
মডেল-অভিনেতা নিরব হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করা হবে। জয় বাংলা স্লোগানকে আরও বেশি জাগিয়ে তুলতে এই সিনেমা।“
আগামী ২০ অক্টোবর থেকে শুটিং শুরু হয়ে চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। এরপর পাঁচদিন বিরতি দিয়ে শরীয়তপুর, মাদারিপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় নভেম্বরের প্রথম দশদিন আবার শুটিং হবে।
গ্লিটজকে নিরব বলেন, “মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। আমার বিশ্বাস, সিনেমাটি ভালো হবে। সেই সঙ্গে এই ছবিতে সুনেরাহকে পেয়ে ভালো লাগছে। আশা করছি আমাদের কাজ পছন্দ করবেন দর্শক।
ন’ ডরাই সিনেমার আলোচিত অভিনেত্রী সুনেরাহ বলেন, “বেশ কিছু দিন আগে অনেকটা তাড়াহুড়ো করে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।“
ভালো কিছু আশা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।