চুমুর দৃশ্যের শুটিং করার সময় কোনো লজ্জা বা দ্বিধায় পড়েননি তারা।
Published : 14 Jul 2023, 08:14 PM
মুক্তি পেয়েছে ভারতীয় অভিনেত্রী কাজল অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এই সিরিজেই প্রথমবারের মতো পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করেন তিনি।
সিরিজে এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আলি খানের সঙ্গে একটি অন্তরঙ্গ চুমুর দৃশ্যে কাজল অভিনয় করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আলি বলেছে, চুমুর দৃশ্যের শুটিং করার সময় কোনো লজ্জা বা দ্বিধায় পড়েননি তারা।
আলি আরও জানান, “একটি অভিজাত হোটেলে দৃশ্যটির শুটিং হয়েছিল। সেসময় পরিচালক তাদের জিজ্ঞাসা করেছিলেন, তারা একটি বন্ধ সেটে শুটিং করতে চান কিনা? মানে সেটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই থাকবেন। তারপর বেশ কয়েকবার মহড়ার পর দৃশ্যটি ধারণ করা হয়।”
সিরিজে নয়নিকা সেনগুপ্ত নামের একজন গৃহিণীর ভূমিকায় রয়েছেন কাজল। তার স্বামী যিশু এবং সাবেক প্রেমিক আলি। কলেজ জীবনে আলির সাথে প্রেম ছিল কাজলের। যদিও বিয়ের পরেও আলির প্রতি কাজলের অনুভূতি রয়ে যায়।
এদিকে যীশু যিনি পেশায় একজন অতিরিক্ত বিচারক, রায় পরিবর্তন করতে ঘুষ হিসেবে যৌন সুবিধা নেয়ার পর এক সময় তার কুকীর্তি ফাঁস হয়ে যায়। সেই অভিযোগের দায়েই গ্রেপ্তার হন যিশু। সে সময় আলি চরিত্রটি পুনরায় ফিরে আসে তার জীবনেই। তখনই চুমুর সেই দৃশ্যটি নির্মাণ হয়।