সন্তান জন্মের এক সপ্তাহের মাঝেই ছেলের কাস্টডি চেয়ে আবেদন করেছিলেন নুর।
Published : 10 Feb 2024, 04:04 PM
তিন মাস আগেই বাবা হয়েছেন ‘গদফাদার’ আল পাচিনো, ৮৩ বছর বয়সে। ২৯ বছর বয়সী প্রেমিকা নুর আলফালাহর কোলে এসেছে তার চতুর্থ সন্তান রোমান পাচিনো। এরই মধ্যে এল তাদের যৌথজীবন ভাঙনের খবর।
অস্কারজয়ী এ অভিনেতা বিয়ের পথ মাড়াননি কখনোই। তবে প্রেম করেছেন অনেকের সঙ্গেই। সর্বশেষ প্রেমিকা নুর আলফালাহর সঙ্গে তার বয়সের ফারাক ছিল ৫৪ বছর। সম্প্রতি ছেলের কাস্টডি চেয়ে লস এঞ্জেলসের আদালতে আবেদন করেছেন নুর।
তবে প্রয়োজনে যেন ছেলের সঙ্গে পাচিনো দেখা করতে পারেন, সেই খেয়ালও রেখেছেন তিনি। নুর মূলত সন্তানের যৌথ হেফাজতই চেয়েছেন, যাতে বড় হয়ে ওঠার ক্ষেত্রে তার লেখাপড়া ও স্বাস্থ্য সংক্রান্ত খরচ বহন করতে পারেন পাচিনো।
সন্তান জন্মের এক সপ্তাহের মাঝেই ছেলের কাস্টডি চেয়ে আবেদন করেছিলেন নুর। নুর অভিনেতাকে তার আইনি ফি ও মামলা সংক্রান্ত অন্যান্য খরচ বহন করতে বললেও সন্তানের জন্য কোনো নির্দিষ্ট টাকার পরিমাণ উল্লেখ করেনি।
সংবাদ সূত্র: দ্য স্টেটসম্যান
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)