Published : 15 Aug 2023, 01:16 PM
হাতে খোলা তলোয়ার নিয়ে শুটিং করছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।ক্ষণিকের অসাবধানতায় প্রতিপক্ষের তলোয়ার স্পর্শ করে তার মাথার খুলি, সেখান থেকে ঘটে রক্তারক্তি কাণ্ড।
পিঙ্কভিলা জানিয়েছে, সেট থেকে সঙ্গে সঙ্গে সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কাটা জায়গায় কয়েকটি সেলাইও দিতে হয়।
ঘটনাটি ঘটেছে ব্যাংককে। তেলেগু নির্মাতা পুরী জগন্নাধের পরিচালনায় ‘ডবল ইস্মার্ট’-এর শুটিং চলছিল, সেখানে অ্যাকশন দৃশ্যের ওই শুটিং করছিলেন ‘সঞ্জু বাবা’।
জুলাইয়ে সঞ্জয়ের ৬৭তম জন্মবার্ষিকীতে প্রথম সামনে আসে ‘ডবল ইস্মার্ট’ সিনেমায় তার ফার্স্ট লুক। এ সিনেমায় তার চরিত্রের নাম ‘বিগ বুল’
চোট তেমন গুরুতর না হওয়ায় শুটিং থেকে ছুটি নেননি সঞ্জয়। প্রাথমিক চিকিৎসার পর ফিরেছেন কাজে।
গত এপ্রিলে শোনা গিয়েছিল, কন্নড় সিনেমার শুটিংয়ে বোমা ফেটে আহত হয়েছেন সঞ্জয়। হাত, কনুই ও মুখমণ্ডলে আঘাত পেয়েছেন তিনি। ঘটনার পর শুটিংও বন্ধ রাখতে হয় পরিচালককে। পরে অবশ্য খবরটি নেহাতই গুজব বলে সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা।
বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায় সঞ্জয় একজন নিয়মিত অভিনেতা। দক্ষিণের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমায় কাজ করেছেন তিনি।
কন্নড় সিনেমা ‘কেডি’তে খলনায়কের চরিত্রে আসছেন সঞ্জয়। সঞ্জয়ের হাতে আরও রয়েছে ‘দ্য গুড মহারাজা’, ‘বাপ’, ‘গুড়চড়ি’, ‘লিও’ এবং ‘ওয়েলকাম ৩’ সিনেমা ।
পুরনো খবর
সঞ্জয় দত্ত: সিনেমার মতো এক জীবনের ৬৩ বছর পার