‘বিসর্জন’ ও ‘বিজয়া’র পদ্মাকে ফের পর্দায় আনলেন ভারতের নির্মাতা কৌশিক গাঙ্গুলী। এই পরিচালকের হাত ধরে প্রতিবেশী দেশের মাটিতে অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’, যার ট্রেইলার এসেছে ইউটিউবে। জয়া এবং চূর্ণী গাঙ্গুলী-এই দুই নারীর গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালের শেষ দিকে। মাঝে কোভিড মহামারীতে আটকে যায়। এখন সব কাজ গুছিয়ে নির্মাতা সিনেমা মুক্তির জন্য ২ জুন তারিখ ঠিক করেছেন। ‘অর্ধাঙ্গিনী’তে কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করেছেন।