Published : 03 Nov 2023, 08:35 AM
বছর দেড়েক আগে পাঞ্জাবের মানসা জেলায় গুলি করে খুন করা হয় পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুসেওয়ালাকে। তার জীবনের উপর ভিত্তি করে একটি বই লিখেছেন জুপিন্দরজিৎ সিংহ। সেই বই অবলম্বনেই এবার রুপালী পর্দায় তুলে ধরা হবে মুসেওয়ালার জীবনের গল্প।
আনন্দবাজার বলেছে, ‘ম্যাচবক্স শট্স’ নামক এক প্রযোজনা সংস্থা ইতোমধ্যেই জুপিন্দরজিতের লেখা বই ‘হু কিল্ড মুসেওয়ালা? দ্য স্পাইরালিং স্টোরি অফ ভায়োলেন্স ইন পাঞ্জাব’ এর স্বত্ব কিনেছে। চলতি বছর জুন মাসে প্রকাশিত হয়েছে বইটি।
বইটি অবলম্বনেই সিনেমা কিংবা সিরিজ তৈরি করার কথা ভাবছে প্রযোজনা সংস্থা। এর আগে শ্রীরাম রাঘবনের ‘অন্ধাধুন’ ও হংসল মেহতার ‘স্কুপ’ এর মতো সিনেমা ও সিরিজের প্রযোজনা করেছে ‘ম্যাচবক্স শট্স’।
শোনা যাচ্ছে, শ্রীরাম রাঘবন ও হংসল মেহতার মধ্যে কোনও এক পরিচালকের হাতেই নির্মিত হবে প্রযোজনাটি।
MATCHBOX SHOTS ACQUIRES RIGHTS TO ‘WHO KILLED MOOSEWALA?’… #SriramRaghavan-mentored #MatchboxShots - the production house behind #Andhadhun, #MonicaOMyDarling and #Scoop [series] - has acquired rights to the gripping book #WhoKilledMoosewala?, authored by crime journalist… pic.twitter.com/SYJ0pwRQGO
— taran adarsh (@taran_adarsh) November 1, 2023
গত বছর পাঞ্জাবের মনসা জেলায় গুলি করে খুন করা হয় পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে। তার খুনে অভিযুক্ত গোল্ডি ব্রার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী।
ওই হত্যার দায় স্বীকার করে ফেইসবুকে পোস্ট গোলডি বলেছিলেন, অন্য এক গ্যাংস্টারের হত্যার প্রতিশোধ নিতে এই হত্যার ফাঁদ পাতা হয়েছিল।
গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে গোলডির আটক হওয়ার খবর মিললেও ইন্টারপোল-অটোয়ার ফিউজিটিভ অ্যাপ্রেহেনশন সাপোর্ট টিম মে মাসে কানাডার শীর্ষ ২৫ ‘মোস্ট ওয়ান্টেড’ পলাতকদের তালিকায় গোলডির নাম যুক্ত করেছে।
তারা একটি বিবৃতিতে জানিয়েছে, গোলডি বর্তমানে কানাডায় আছেন, যা জনগণের জন্য হুমকি ডেকে আনতে পারে। অন্য দিকে এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি রয়েছে লরেন্স বিষ্ণোই।