প্রসেনজিতের দৃষ্টিতে সৃজিত তার প্রথম সিনেমায় যতটা আত্মবিশ্বাসী ছিলেন, এখনও ততটাই।
Published : 15 Oct 2023, 07:57 PM
দেড় দশকে আটটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন পশ্চিমবঙ্গের তুখোড় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর হালের আলোচিত পরিচালক সৃজিত মুখার্জি। তাদের নবম সিনেমা ‘দশম অবতার’ যখন মুক্তির অপেক্ষায়, তখনই নির্মাতাকে নিয়ে খোলামেলা কথা বলেছেন টালিগঞ্জের ‘বুম্বাদা’।
প্রসেনজিতের দৃষ্টিতে সৃজিত তার প্রথম সিনেমায় যতটা আত্মবিশ্বাসী ছিলেন, এখনও ততটাই।
দশম অবতারে প্রসেনজিৎ ফিরছেন পুলিশ অফিসার প্রবীর রায়চেীধুরী হয়ে, যার আবির্ভাব ঘটেছিল ১১ বছর আগে সাড়া ফেলা '২২শে শ্রাবণ' সিনেমায়; পরিচালক ছিলেন সৃজিত মুখার্জিই।
এবারের সিনেমায় প্রবীর রায়চৌধুরী ও বিজয় পোদ্দার একসঙ্গে মিলে ধরবে সিরিয়াল কিলার। অর্থাৎ ‘২২শে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’-র দুনিয়া মিলিয়ে কপ ইউনিভার্স তৈরি করছেন এ জুটি।
বেশ আগেই ‘২২ শে শ্রাবণ’-এর মত আরেকটি সিনেমা করার ইচ্ছার কথা নির্মাতার কাছে বলেছিলেন প্রসেনজিৎ। আর নায়কের ইচ্ছাপূরণ করতেই সৃজিতের এত আয়োজন।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছেন, সৃজিতকে তিনি কোন চোখে দেখেন।
“সৃজিত অত্যন্ত বুদ্ধিদীপ্ত সংলাপ লেখে। ভালো সংলাপ অনেকেই লেখে। কৌশিক (গাঙ্গুলি) যেমন দারুণ সংলাপ লেখে। কিন্তু অঞ্জনদা (চৌধুরী) এবং পরে খানিকটা সলিল যেটা পারত, সেই ক্ষমতা এখন সকলের নেই। সংলাপেই হাততালি পড়বে- হিন্দিতে এখনও এমন সংলাপ পাওয়া যায়। বাংলায় একমাত্র সৃজিত সেটা পারে।’’
দীর্ঘ ১৩ বছরের যৌথ কাজে কতটা বদলাতে দেখেছেন এ নির্মাতাকে? প্রসেনজিতের উত্তর, যে কোনো পেশায় অভিজ্ঞতা মানুষকে আরও পরিণত করে, সৃজিতেরও সেটা হয়েছে।
“এখন পোস্ট প্রডাকশনের ভাবনাটা নিয়েই সেটে মনিটরে বসে। বলে দিতে পারে কোন লেন্স লাগালে কোন শটে বেশি ভালো লাগবে। তবে একটা জিনিস আমি আলাদা করে বলতে চাই। অভিনেতাদের নির্দেশনার ক্ষমতা ওর বরাবরই তুখোড়।
“হয়তো ও নিজে থিয়েটার করত বলে অভিনয়ের প্রতি দুর্বলতা রয়েছে। নিজে কিন্তু কখনও অভিনয় করে দেখায় না। কিন্তু ফ্লোরে অভিনেতাদের ভেঙে কী ভাবে যেটা চাইছে, সেটা বার করে নিতে হয়, সেটা ও খুব ভালোভাবে জানে।’’
সৃজিতের নির্দেশনা নিয়ে কখনো সমালোচনা করেন প্রসেনজিৎ? এ নায়ক বললেন, যেটা ভালো লাগে, সেটা বলেন। কিন্তু যেটা খারাপ লাগে, সেটা অনেক সময়ে বলেন না।
“নিজের মত করে বলি অবশ্য। হয়ত ওকে ডেকে বললাম, ‘সৃজিত, এ বার একটা ফর্মে হোক’। আসলে ক্রিকেটারদের মত আমাদের জীবনেও ফর্ম মাঝেমাঝে চলে যায়। আমাদের নিজেদেরই ফিরতে হয়। অনেক সময়ই আসলে আমরা একটু অন্য রকম কাজ করার চেষ্টা করি, যেগুলো ঠিক খাপে খাপ হয় না। ওকে যেমন মাঝেমাঝে বলি, ঠিক আছে দুটো সিনেমা বানিয়ে ফেলেছিস, এবার তোর একটা ফর্মের দে তো। ‘দশম অবতার’ ওর ফর্মের সিনেমা।’’
ফের প্রবীর রায়ের ভূমিকায় অভিনয় করতে প্রসেনজিৎকে ২০ বছর বয়স পিছিয়ে যেতে হয়েছে। শরীরের সেই গঠন পাওয়ার জন্য খোলা মনে চ্যালেঞ্জটা নিতে হয়েছে। কারণ তিনি বিশ্বাস করেন, বৈগ্রহিক চরিত্রদের পর্দায় ফিরে আসা উচিত।
প্রসেনজিৎ বলেন, “বিশ্ব জুড়ে এটাই তো চলছে। আইকনিক চরিত্রদের সোয়্যাগেই সিনেমা চলে। হলিউডে হলে এখানে আমরা কেন পারব না। আমাদের উচিত, নিজেদের মধ্যে বোঝাপড়া করে সব স্বত্ব সামলে নেওয়া। কাকাবাবু, ফেলুদা, ব্যোমকেশ কেন একটা সিনেমাতে একসঙ্গে রহস্যের সমাধান করতে পারবে না! মানুষ বসে আছেন এই ধরনের সিনেমা দেখার জন্য।’’
দশম অবতারে আরও আছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, যিনি এ সিনেমায় নারী পুলিশ কর্মকর্তা হয়েছেন। 'দশম অবতার' দিয়ে জয়া পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় যুক্ত হলেন।
এছাড়া সৃজিতের ‘ভিঞ্চি দা’ সিনেমার বিজয় পোদ্দার চরিত্রের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য আছেন এই সিনেমায়। আরও একজন হলেন যিশু সেনগুপ্ত।
সৃজিত মুখার্জির পরিচালনায় ক্রাইম থ্রিলার ‘দশম অবতার’ মুক্তি পাবে ১৯ অক্টোবর।
আরও পড়ুন-