অমিতাভ বচ্চনের পর অভিনেতা অজয় দেবগণ ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎকে।
Published : 14 Oct 2023, 06:37 PM
দুর্গা পূজায় কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরছেন পুলিশ অফিসার প্রবীর মিত্র হয়ে। যার আবির্ভাব ঘটেছিল ১১ বছর আগে সাড়া ফেরা '২২শে শ্রাবণ' সিনেমায়। প্রবীরের ফেরার খবরে শুভেচ্ছা আসছে বলিউড থেকেও।
অমিতাভ বচ্চনের পর অভিনেতা অজয় দেবগণ সিনেমা টিম এবং প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়েছেন ইনস্টাগ্রামে।
শনিবার অজয় লিখেছেন, ‘শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।’
সৃজিত মুখার্জির পরিচালনায় ক্রাইম থ্রিলার ‘দশম অবতার’ মুক্তি পাবে ১৯ অক্টোবর। সিনেমাটি ২২শে শ্রাবণ' এর প্রিক্যুয়েল। সিনেমার পোস্টার, অভিনয় শিল্পীদের লুক আর ট্রেইলার প্রকাশ হয়েছে ইতোমধ্যে।
ট্রেইলারে প্রসেনজিতের আগের মতই মেজাজি চরিত্র, ক্ষিপ্রতা দেখা গেছে।
সিনেমার ট্রেইলার দেখে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন অমিতাভ বচ্চন। প্রসেনজিতের অভিনয়ে মুগ্ধ হয়ে মাইক্রো বগ্লিং সাইট‘এক্স’-এ ‘বিগ-বি’ লিখেছিলেন, “বুম্বা, প্রত্যেকবারের মতই তোমার জন্য শুভকামনা।”
এর আগেও প্রসেনজিৎ অভিনীত বেশকিছু সিনেমা মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় বিগ বি তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সম্বোধন করেছেন ডাক নাম 'বুম্বা' ধরে।
সিনেমাটি প্রযোজনা করছে জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেইনমেন্ট।
T 4780 - BUMBA .. as always my wishes for you ..
— Amitabh Bachchan (@SrBachchan) September 25, 2023
Releasing .. this year Durga Puja .. directed by Srijit Mukherjeehttps://t.co/upLBgrmiNE#DawshomAwbotaar #ThisDurgapuja
সিনেমায় আরও আছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, যিনি এই সিনেমায় নারী পুলিশ কর্মকর্তা হয়েছেন। 'দশম অবতার' দিয়ে জয়া পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় যুক্ত হলেন।
এছাড়া সৃজিতের ‘ভিঞ্চি দা’ সিনেমার বিজয় পোদ্দার চরিত্রের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য আছেন এই সিনেমায়। আরও একজন হলেন যিশু সেনগুপ্ত।