Published : 12 Apr 2023, 11:15 PM
শুটিংয়ে বোমা বিস্ফোরণের একটি দৃশ্য ধারণের সময় জখম হলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
কর্নাটকের বেঙ্গালুরুতে সম্প্রতি এই দুর্ঘটনা ঘটে বলে রোববার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
কন্নড় ভাষার চলচ্চিত্র কে ডি- দ্য ডেভিল এর শুটিংয়ে অংশ নিচ্ছিলেন এই বলিউড তারকা।
হাত, কনুই ও মুখমণ্ডলে আঘাত পেয়েছেন সঞ্জয়। ঘটনার পর শুটিংও বন্ধ রাখতে হয় পরিচালককে।
তবে সঞ্জয়ের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। তিনি সেরে উঠছেন।
কে ডি- দ্য ডেভিল সিনেমার মূল চরিত্রে রয়েছেন কন্নড়ের আরেক অভিনেতা ধ্রুব সরজা। কন্নড় সিনেমার অন্যতম পরিচালক প্রেম পরিচালিত সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায়ও মুক্তি পাবে।
এই সিনেমায় খলনায়কের চরিত্রে রয়েছেন ‘মুন্না ভাই’ খ্যাত এই অভিনেতা। এর আগে কেজিএফ- চ্যাপ্টার টু তে খলনায়ক সেজে দর্শক মাতান তিনি।
সঞ্জয়ের দত্তের সঙ্গে এতে শিল্পা শেঠিকেও দেখা যাবে। আর এই সিনেমা দিয়েই দীর্ঘ বিরতির পর সত্যবতীর চরিত্র নিয়ে কন্নড় সিনেমায় ফিরছেন তিনি।
সঞ্জয় দত্ত অভিনীত দ্য গুড মহারাজা, গুডচাডি, বাপ ও লিও মুক্তির অপেক্ষায় রয়েছে।