পিট এবং তার সহযোগীদের কাছে ৩৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে জোলির সাবেক বিনিয়োগ সংস্থা নওভেল।
Published : 11 Jul 2023, 02:10 PM
ফ্রান্সের এস্টেট ‘শ্যাঁতো মিরাভাল’ এবং ওয়াইনারি নিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন হলিউড তরাকা ব্র্যাড পিট।
শ্যাঁতো মিরাভালের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা এবং সেখানে লুটপাটের অভিযোগে পিট ও তার সহযোগীদের বিরুদ্ধে নতুন এক মামলা করেছে তার সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সাবেক বিনিয়োগ কোম্পানি ‘নওভেল’।
সিএনএন জানিয়েছে, পিট ও তার সহযোগীদের কাছে ৩৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে মামলায়।
‘শ্যাঁতো মিরাভাল’ নিয়ে হলিউডের ‘পাওয়ার কাপল’ খ্যাত পিট ও জোলির আইনি লড়াই শুরু হয় গত বছরের শুরুর দিকে। আরও অনেক কিছুর মতই ফ্রান্সের দক্ষিণের ওই পুরনো এস্টেট ও ওয়াইনারি ছিল তাদের যৌথ মালিকানার সম্পত্তি।
পিটের অভিযোগ ছিল, জোলি তাকে না জানিয়ে ‘শ্যাঁতো মিরাভাল’ এর নিজের অংশটি বিক্রি করে দিয়েছেন। এ নিয়ে তিনি জোলির বিরুদ্ধে প্রথম মামলাটি করেন। পরে পিটের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জোলি। আর এবার পিটের নামে মামলা করল জোলির সাবেক বিনিয়োগ কোম্পানি ‘নওভেল’।
মামলার অভিযোগে বলা হয়েছে, পিট শ্যাঁতো মিরাভালের সম্পদ নষ্ট করেছেন। সুইমিং পুল সংস্কার, চারবার সিঁড়ি নির্মাণ ও পুনর্নির্মাণ এবং রেকর্ডিং স্টুডিও সংস্কারের কাজে লাখ লাখ ডলার অপচয় করেছেন।
২০২১ সালে জোলি তার বিনোয়োগ কোম্পানি নওভেল বিক্রি করে দেন স্টোলি গ্রুপের কোম্পানি ‘টেনিউ দি ম্যঁদ’ এর কাছে। এর পর থেকে পিটের 'অসদাচরণ' আরও বেড়ে গেছে বলে ‘নওভেল’ এর আইনজীবীদের অভিযোগ।
সিএনএন জানিয়েছে, নওভেলের ওই অভিযোগ নিয়ে তারা পিটের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু তারা কোনো মন্তব্য করেনি।
টানা এক দশক ধরে প্রেম করে ২০১৪ সালে বিয়ে করেন জোলি ও পিট। মাত্র দুবছরের মাথায়, ২০১৬ সালে ভেঙে যায় সেই সংসার।
বিয়ের আগে প্রেমপর্ব চলার সময় ২০০৮ সালে ‘শ্যাঁতো মিরাভাল’ কিনেছিলেন পিট ও জোলি। এবং বিয়ের অনুষ্ঠান তারা সেখানেই সেরেছিলেন।
২০২২ সালে ফেব্রুয়ারিতে পিট তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে ‘শ্যাঁতো মিরাভাল’ নিয়ে মামলা করেন। পিটের ভাষ্য ছিল, যখন তারা দুজনে মিলে এই সম্পত্তিটি কিনেছিলেন, তখন তারা ঠিক করেছিলেন, একে অপরের সম্মতি ছাড়া কেউ এটি বিক্রি করতে পারবে না। কিন্তু জোলি ‘বেআইনিভাবে’ ‘শ্যাঁতো মিরাভাল’র নিজের অংশ বিক্রি করেছেন।
পিটের ওই মামলার জবাবে গত সেপ্টেম্বরে একটি পাল্টা মামলা করেন জোলি, যেখানে তিনি বলেন, এ ধরনের কোনো চুক্তি তাদের মধ্যে হয়নি। তিনি আর্থিক ‘স্বাধীনতা পেতে এবং তার সন্তানদের জীবনে কিছুটা ‘নিশ্চয়তা ও শান্তি ফিরিয়ে’ আনতে তার অংশটি বিক্রি করেছেন।
এছাড়া পিটের বিরুদ্ধে শ্যাঁতো মিরাভালের ওয়াইন ব্যবসার নিয়ন্ত্রণ ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা ‘ অভিযোগ আনা হয় ওই মামলায়।
গত মাসে পিটের আইনজীবীরা আদালতে জোলির নিজের অংশ বিক্রি করে দেওয়ার ঘটনাটি ‘প্রতিহিংসামূলক’ বলে বর্ণনা করেন।
জোলির আইনজীবী পল মারফি সে সময় সিএনএনকে দেওয়া এক বিবৃবতিতে বলেন, ২০১৬ সালে ব্যক্তিগত বিমানের ভেতরে জোলির ওপরে ‘মাতাল’ পিট চড়াও হয়েছিলেন। দু সপ্তাহের ছুটি কাটিয়ে সেদিন ছয় বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত বিমানে চড়ে লস অ্যাঞ্জেলেসে ফিরছিলেন জোলি ও ব্র্যাড। হঠাৎই জোলির উপর ক্ষেপে যান পিট। সে সময় পিটকে থামানোর চেষ্টা করে শারীরিকভাবে হেনস্তার শিকার হন বলে জোলির অভিযোগ।
এছাড়া লস অ্যাঞ্জেলসে পৌঁছানোর পরও ব্র্যাড স্ত্রী জোলি এবং বাচ্চাদের বিমান থেকে নামতে দেননি, সেখানে বাচ্চাদের নিয়ে জোলি অন্তত ২০ মিনিট আটকে ছিলেন।
পল মারফি বলেন “সেই দুর্ভাগ্যজনক বিমান যাত্রার সাত বছর পরেও পিট ওই ঘটনা অস্বীকার করেননি। বাস্তবতা হল, জোলির সঙ্গে ‘শ্যাঁতো মিরাভাল’ বিক্রি করতে রাজি হননি পিট।“
পিটের একজন প্রতিনিধি এর বিরোধিতা করে সিএনএনকে বলেছিলেন, "পিট যা করেছেন তার দায় স্বীকার করেছেন, তবে তিনি যা করেননি তার জন্য তিনি তা তিনি কখনোই করবেন না।“
বিমানের ভেতরে ওই ঘটনার পর পিটর বিরুদ্ধে এফবিআইয়ের কাছেও অভিযোগ করেন জোলি। এফবিআইয়ের কাছে সাবেক স্ত্রীকে নির্যাতনের কথা অস্বীকার করলেও মদ্যপানের অভ্যাসের কথা স্বীকার করেন পিট।