‘কথা’ শিরোনামের অনুষ্ঠানে শর্মিলার পাশাপাশি দেখা যাবে মমতা শংকর ও স্বস্তিকা মুখার্জিকে।
Published : 15 Feb 2024, 03:29 PM
শর্মিলা ঠাকুরসহ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তিন অভিনেত্রী আসছেন চ্যানেল আই’র পর্দায়।
‘কথা’ শিরোনামের অনুষ্ঠানে শর্মিলার পাশাপাশি দেখা যাবে মমতা শংকর ও স্বস্তিকা মুখার্জিকেও।
চ্যানেল আই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘কথা’ অনুষ্ঠানটি চ্যানেল আই-তে দেখা যাবে শুক্র থেকে রোববার টানা তিন দিন। এর মধ্যে শর্মিলা ঠাকুরের সঙ্গে আলাপচারিতার পর্বটি দেখানো হবে রোববার রাত সাড়ে ১০টায়। তার সাথে কথা বলেছেন আরেক অভিনেত্রী আফসানা মিমি। আলাপচারিতায় উঠে এসেছে শর্মিলা ঠাকুরের জীবনের নানান প্রসঙ্গ।
শুক্রবার একই অনুষ্ঠানে অংশ নেবেন স্বস্তিকা মুর্খাজী এবং শনিবার থাকবেন মমতা শংকর। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন এ তিন অভিনেত্রী।