সিনেমাটি এবার ফোর কে হাই ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে দেখানো হচ্ছে।
Published : 24 Sep 2022, 10:23 AM
অ্যাভাটারের সিকুয়েল মুক্তির আগে সিরিজের প্রথম সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স।
তবে এবার সিনেমাটি ফোর কে (4K) হাই ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে দেখানো হচ্ছে বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
ঢাকায় স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় অ্যাভাটার এখন চলছে।
স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দুই সপ্তাহের জন্য নতুন করে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি।
সোশাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, “শুক্রবার থেকে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে স্টার সিনেপ্লেক্সের পর্দায় ফিরেছে ২০০৯ সালে মুক্তি পাওয়া সেই ‘অ্যাভাটার’। এবার ছবিটি দেখানো হবে ফোরকে (4K) হাই ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে মাত্র দুই সপ্তাহের জন্য।
“১৩ বছর আগে ছবিটি যারা দেখেছেন তারা যেমন নস্টালজিক হতে পারেন, অন্যদিকে যারা দেখেননি তারা সুযোগটা লুফে নিতে পারেন।’
‘অ্যাভাটার’র সিকুয়েল ‘দ্য ওয়ে অব ওয়াটার’ এ বছরের শেষে ১৬ ডিসেম্বর মুক্তি পাবে। এছাড়া এ সিনেমার পরবর্তী তিনটি সিকুয়েল ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালে আনার পরিকল্পনা চলছে।
শনিবার স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, তাদের চারটি শাখায় সপ্তাহে ৪৮টি প্রদর্শনির ব্যবস্থা করা হয়েছে। বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে রাখা হয়েছে সপ্তাহে ১৮টি শো। এসকেএস টাওয়ার মহাখালী ও সনি স্কয়ার মিরপুরের স্টার সিনেপ্লেক্সে রাখা হয়েছে ১২টি করে শো। এছাড়া ধানমণ্ডি-২ এ স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভারে রাখা হয়েছে ৬টি শো।
টাইটানিকখ্যাত হালিউড নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার’ ২০০৯ সালে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হৈ চৈ ফেলে দেয়। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। ওই বছর অস্কারের ৯টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় সিনেমাটি।
অ্যাভাটারে দেখানো হয়েছে ২১৫৪ সালের মহাবিশ্বকে। যেখানে একদল লোভী মানুষ আর নিরীহ প্যানডোরা গ্রহবাসীর মধ্যে এক অসম কিন্তু দুঃসাহসিক যুদ্ধ তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, আরডিএ আনঅবটেনিয়াম নামক একটি মূল্যবান খনিজের খোঁজে প্যানডোরা নামক পৃথিবীর মতো এক গ্রহে গিয়ে মানুষ হাজির হয়, যার আবহাওয়া মানুষের নিঃশ্বাস উপযোগী নয়।
এই গ্রহের অধিবাসীদের বলা হয় নাভি। নাভিরা তাদের গ্রহে খুব আনন্দেই বসবাস করছিল। সেই আনন্দে ব্যাঘাত ঘটায় পৃথিবীর মানুষ। পৃথিবীর বিজ্ঞানীরা নাভিদের পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানতে নাভিদের মতো দেখতে কিছু দেহ তৈরি করে, যা যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। নাভিদের সঙ্গে মানুষের সংঘাত ও অস্তিত্বের দ্বন্দ্ব এক আবেগী পরিবেশ সৃষ্টি করে।
অ্যাভাটারের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জোয়ি সালডানা, স্টিফেন ল্যাং, মিচেল রড্রিগুয়েজ, জোয়েল ডেভিড মুর, জিওভান্নি রিবিসি, সিগুর্নি উইভার প্রমুখ।