হলিউডি পরিচালক জেমস ক্যামেরন ঘোষণা দিয়েছেন, অ্যাভাটার সিনেমার আরও তিনটি সিকুয়াল নির্মাণ করবেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
Published : 04 Aug 2013, 02:55 AM
ইঅনলাইন জানিয়েছে, আগামী বছর থেকে অ্যাভাটারের দুই, তিন এবং চার নম্বর সিকুয়াল পরপর তৈরি করা হবে। সিনেমাগুলো মুক্তি পাবে যথাক্রমে ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালের ডিসেম্বরে।
৫৮ বছর বয়সী ক্যামেরন ইতিমধ্যেই তার সঙ্গে সিনেমার চিত্রনাট্য লেখার জন্য তিনজন চিত্রনাট্যকারকে চুক্তিবদ্ধ করেছেন। এরা হলেন, ‘ওয়্যার অফ দ্য ওয়ার্ল্ডস’-খ্যাত চিত্রনাট্যকার জশ ফ্রাইডম্যান, ‘স্যাভেজেস’ খ্যাত শেইন সালেমো এবং ‘রাইস অফ দ্য প্ল্যানেট অফ দি এপস’ খ্যাত আমান্ডা সিলভার ও রিক জেফার্ড।
একটি বিবৃতিতে ক্যামেরন সম্প্রতি বলেন, “অ্যাভাটার সিনেমাতে আমরা যে রকম একটি জগত তৈরি করেছিলাম তা সত্যিই বিরল অভিজ্ঞতা।”
ক্যামেরন আরও বলেন, “নতুন সিনেমাগুলোর চিত্রনাট্য লিখতে গিয়ে আমি বুঝতে পেরেছি, অ্যাভাটারের চরিত্রগুলো এবার আরও অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। শুধুমাত্র দুটি সিনেমা দিয়ে আসলে বোঝানো সম্ভব নয়, আমি দর্শকদের কী কী দেখাতে চাই। আর আমি আনন্দিত কারণ এই বিচিত্র জগৎকে নিয়ে লেখার জন্য আমাকে সাহায্য করবেন আমান্ডা, রিক, শেইন এবং জশ। এই কয়জনের কাজ আমার সবসময় খুব ভালো লাগে।”