অ্যানিমাল: রাণবীরের দুই রূপ

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমায় রাণবীরের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 11:12 AM
Updated : 7 Nov 2023, 11:12 AM

ভিডিওর শুরুতে দেখা যায় সৌম্য চেহারার রাণবীর কাপুরকে। রাশমিকা মানদানাকে বলছিলেন, তিনি বাবা হতে চান। কথায় কথায় দুজনে বুনে চলেন পরিবার গড়ার স্বপ্ন। এসব কথা এগিয়ে যেতে দেখা যায় মারপিট আর অ্যাকশন লুকে গ্যাংস্টার রাণবীরকে।

'অ্যানিমাল' সিনেমার আরেকটি টিজারে এভাবেই দুই রূপে ধরা দিয়েছেন রানবীর। সিনেমার টিজার বৃহস্পতিবার এসেছে সোশাল মিডিয়ায়।

বছরের শুরুতে মুক্তি পেয়েছিল ‘অ্যানিমাল’ সিনেমার পোস্টার। সেখানে ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছিলেন এই নায়ক। ভক্তরা ধরেই নিয়েছিল, চমক নিয়ে আসছেন তিনি।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমায় রাণবীরের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। প্রথমবারের মতো তারা জুটি বাঁধতে চলেছেন। এ ছাড়া অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরিসহ অনেকে।

তবে রাণবীরের এই সিনেমার বিরুদ্ধে অভিযোগও আছে ভারতীয় দর্শকদের। কিছুদিন আগে আসা আরেকটি টিজার দেখে সোশাল মিডিয়ায় কেউ কেউ বলেছিলেন, ২০০৩ সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিনেমা ‘ওল্ডবয়’ থেকে কপি করা হয়েছে 'অ্যানিমাল'।

এ সিনেমার মুক্তি কয়েক দফা পিছিয়েছে। প্রথমে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছিলেন ১১ অগাস্ট 'অ্যানিমাল' মুক্তি পাবে। পরে তারিখ ঠিক হয় ২৮ সেপ্টেম্বর।

কিছুদিন আগে নির্মাতা জানান, সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ তার মনমত হয়নি, এজন্য আরও সময় প্রয়োজন। তৃতীয় দফায় এসে ঠিক হয়, রাণবীরের বছরের দ্বিতীয় এই সিনেমা মুক্তি পাবে ডিসেম্বরের ১ তারিখ।

গত বছর বিয়ে, সন্তানের পর অভিনেতার ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’ সিনেমা হিট। শুধু হিট নয়, ২০২২ সালে সর্বোচ্চ আয় করা বলিউড সিনেমা ছিল এটি। চলতি বছর মুক্তি পায় ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’। এটিও বক্স অফিসে ভালোই আয় করেছে। সংবাদসূত্র: এনডিটিভি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)