টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিদায়ের কথা এখনও চেন্নাই সুপার কিংসের কাউকে বলেননি মাহেন্দ্র সিং ধোনি।
Published : 20 May 2024, 01:34 PM
একটি ছক্কায় বল উড়ে গেল স্টেডিয়ামের বাইরের। পরের বলেই আরেকটি ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়ে আস্তে আস্তে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন মাহেন্দ্র সিং ধোনি। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শনিবার তার ১৩ বলে ২৫ রানের ইনিংসটি শেষ হতেই প্রশ্নটিও উচ্চারিত হতে শুরু করল, এটিই কি শেষবার? ব্যাট হাতে ২২ গজে আবার কি দেখা যাবে এই কিংবদন্তিকে!
গত কয়েক মৌসুম ধরেই এটি নিয়মিত প্রশ্ন। প্রতিটি আইপিএল শেষেই আলোড়ন ওঠে এই প্রসঙ্গ নিয়ে, এবারই ধোনির শেষ কি না। যথারীতি এবারও এই কৌতূহল তীব্র। টাইমস অব ইন্ডিয়ার খবর, বিদায় নিয়ে চেন্নাই সুপার কিংসের কাউকে কোনো বার্তা এখনও দেননি ধোনি। কয়েক মাস পরে ভেবে সিদ্ধান্ত নিতে পারেন ৪৩ ছুঁইছুঁই বয়সী ক্রিকেটার। আগামী মৌসুমে তাকে খেলতে দেখলেও বিস্ময়ের কিছু তাই থাকবে না।
এবার নিয়ে টানা তিন মৌসুমে আইপিএলে ধোনির প্রতিটি ম্যাচে প্রতিটি মাঠেই বিদায়ের আবহ তৈরি হয়েছে তাকে ঘিরে। ভারতের সব প্রান্তে গিয়েই দর্শকদের কাছ থেকে অসাধারণ অভিবাদন তিনি পেয়েছেন। তিনি মাঠে নামলেই নিজ দল বা প্রতিপক্ষ ভুলে গর্জন উঠেছে গ্যালারিতে। তিনি মাঠে থাকার পুরো সময়টাতে দেখা গেছে দর্শকের প্রবল উল্লাস।
তার বিদায়ের আদর্শ প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত মৌসুমে। মৌসুম শুরুর আগে তিনি বলেছিলেন, ‘ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান।’ যথারীতি আসরজুড়ে তাকে ঘিরে ছিল উন্মাদনা। তার নেতৃত্বে চেন্নাই পঞ্চম আইপিএল ট্রফিও জিতে নেয়। তবে শেষ পর্যন্ত বিদায় বলেননি তিনি। খেলে যান এই মৌসুমেও।
এবারও তার শেষ বলে ধরে নিয়েছিলেন অনেকেই। তবে ধোনি নিজের মতো করেই রহস্যটা রেখে দিয়েছেন এখনও। চেন্নাই সুপার কিংসের ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
“চেন্নাই সুপার কিংসের কাউকেই ধোনি বলেননি যে, বিদায় নিচ্ছেন। ম্যানেজমেন্টকে তিনি বলেছেন, কয়েক মাস অপেক্ষা করবেন, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রানিং বিটুউন দা উইকেটে কোনো অস্বস্তি তিনি অনুভব করেননি, যেটা ইতিবাচক ব্যাপার। আমরা ধোনির যোগাযোগের অপেক্ষা করব। দলের সেরা স্বার্থই সবসময় তার ভাবনায় থাকে। দেখা যাক, কী হয়।”
‘রানিং বিটুউন দা উইকেটের’ প্রসঙ্গটি এসেছে ধোনির চোট নিয়ে। মৌসুমজুড়ে তিনি পেশির চোটে ভুগেছেন বলে খবর হয়েছে সংবাদমাধ্যমে। এই কারণে মৌসুমজুড়ে তিনি একদম শেষ সময়ে ব্যাটিংয়ে নেমেছেন ও তার রানিংয়ে সমস্যা হয়েছে, এরকম খবরও হয়েছে। হাঁটুর পুরোনো চোটের আলোচনা তো ছিলই।
ব্যাট হাতে নিজের ভূমিকায় অবশ্য এবার দারুণ সফল ছিলেন ধোনি। শেষ সময়ের দাবি মিটিয়েছেন তিনি দারুণভাবে। ৫৩.৬৬ গড়ে ১৬১ রান করেছেন ২২০.৫৪ স্ট্রাইক রেটে। এবারের আসরে অন্তত একশ রান করা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট তার।
মৌসুমে ১১ ইনিংসে মোট ৭৩টি বল খেলেছেন। এর মধ্যে চার মেরেছেন ১৪টি, ছক্কা ১৩টি।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ ওভারে চার বলে ২০, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আনরিক নরকিয়ার এক ওভারে চার ছক্কাসহ কয়েকটি ক্যামিও ইনিংসে তিনি যেন ফিরে গিয়েছিলেন ক্যারিয়ারের সেরা সময়ে। চোটে না ভুগলে তাই আরেকটি মৌসুমে তার খেলাটা অস্বাভাবিক নয়।
তবে ধোনিকে নিয়ে পূর্বানুমান বরাবরই বিপজ্জনক। ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের মধ্যেই তিনি টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়ে নেন ভারতীয় দল ও গোটা ক্রিকেটবিশ্বকে স্তম্ভিত করে। ২০১৯ বিশ্বকাপ দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তা তিনি করেননি। পরে ২০২০ সালের অগাস্টে সামাজিকমাধ্যমে স্রেফ কয়েক শব্দের ছোট্ট বার্তায় বিদায়ের ঘোষণা দিয়ে দেন।
আইপিএলে তার সম্ভাব্য বিদায় নিয়েও নানা জল্পনা হয়ে আসছে কয়েক বছর ধরে। এবার মৌসুম শুরুর আগে হুট করেই নেতৃত্ব ছেড়ে দেন তিনি। অবসরের আলোচনাও উসকে যেন কিছুটা। এবার তিনি লম্বা চুল রেখেছেন, ক্যারিয়ারের শুরুর সময়টার মতো শেষটাকে মেলাতে চাইছেন, এমন কথাও হয়েছে প্রচুর। কিন্তু শেষ পর্যন্ত সেরকম ঘোষণা আসেনি। কে জানে, এবার কোন চমক তিনি অপেক্ষায় রেখেছেন!