বানসালি জানিয়েছেন, সিনেমার জন্য মাত্র একটি গান লেখা হয়েছে এবং গীতিকার তিনি নিজেই।
Published : 20 May 2024, 01:00 PM
‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার চিত্রানাট্য, পাত্রাপাত্রী, শুটিংয়ের তারিখ, স্পট নির্বাচন– সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু ঝামেলা বেধেছে গান নিয়ে। গান ছাড়া যে হিন্দি সিনেমা চলেই না।
পরিচালক সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, এ সিনেমার জন্য মাত্র একটি গান লেখা হয়েছে এবং গীতিকার তিনি নিজেই।
টাইমস অব ইন্ডিয়াকে বানসালী বলেন, “গানতো লিখলাম, সুরও বসানো হল। কিন্তু চিত্রনাট্যের কোন জায়গায় গানটা থাকবে সেটা নিয়ে নতুন করে ঝামেলায় পড়েছি, মনে হচ্ছে বিপদ ডেকে এনেছি। কারণ এই গানটি ছাড়া চিত্রনাট্য অসম্পূর্ণ থাকবে।”
‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় তারকা দম্পতি রাণবীর কাপুর এবং আলিয়া ভাটকে নিয়েছেন বানসালী, সঙ্গে আছেন অভিনেতা ভিকি কৌশল।
চলতি বছর নভেম্বরে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং শুরু হবে। এ সিনেমার মাধ্যমে ১৯৬৪ সালে মুক্তি পাওয়া রাজ কাপুরের কালজয়ী সিনেমা ‘সঙ্গম’কে শ্রদ্ধাঞ্জলি দিতে চলেছেন বানসালি।
আলিয়া ও রাণবীরের সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার কাজ করতে চলেছেন বানসালি। এর আগে তার ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ সিনেমায় আলিয়া এসেছিলেন মূল চরিত্রে।
অন্যদিকে বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল রাণবীরের। তবে ভিকি কৌশলকে নিয়ে প্রথমবার কাজ করতে চলেছেন এই পরিচালক।
আলিয়া এর আগে ভিকি কৌশল ও রাণবীর সঙ্গে কাজ করেছেন। মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমায় ভিকির স্ত্রীর চরিত্রটি করেন আলিয়া।
আর অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’ সিনেমায় স্বামী রাণবীরের সঙ্গে জুটি বাঁধেন মহেশ ভাট কন্যা।