তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা পুলিশের।
Published : 21 Apr 2025, 12:39 PM
শেরপুর সদর উপজেলার একটি ধান ক্ষেত থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশ থেকে সোমবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান জানান।
মৃত আব্দুল লতিফ (৫৫) বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, “লতিফ ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে রোববার বিকালে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর ফিরে আসেনি। সকালে পথচারী ও এলাকাবাসী মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজ এলাকায় ধান ক্ষেতের পাশে একজনের লাশ পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেয়।
“পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। খবর পেয়ে লতিফের ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে বাবার লাশ সনাক্ত করে।”
পুলিশের এ কর্মকর্তা বলছেন, আব্দুল লতিফকে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।