কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রথম গান এসেছে ইউটিউবে। ‘তাঁতী’ শিরোনামে এই গানে চমক নিয়ে হাজির হলেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গানের মাঝামাঝিতে মাইক্রোফোন হাতে হাজির হন জয়া। শনিবার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটি পরিবেশন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনি, যিনি ‘ওলি বয়’ নামে পরিচিত। গানটি লিখেছেন শতরূপা ঠাকুরতা রায়, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনি। আর প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।
Published : 14 Apr 2024, 02:24 PM