গত বছর মাধুরী দীক্ষিতের ‘মাজা মা’ সিনেমার প্রিমিয়ারেও আরিয়ান-অনন্যার দূরত্ব চোখে পড়ে সবার।
Published : 03 Apr 2023, 04:25 PM
‘মাদককাণ্ড’ ঘিরে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে অনন্যা পাণ্ডের ‘চিড়’ ধরা বন্ধুত্ব জোড়া লাগছে বলে ইঙ্গিত দিয়েছে একটি ছবি।
সিনে পোর্টাল বলিউডলাইফডটম জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ে ‘নীতা মুকেশ অম্বানি’ কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান ছেলেমেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান, এক ঝাঁক তারকার মধ্যে হাজির ছিলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডেও।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, শাহরুখ কন্যা সুহানা খানের সঙ্গে দারুণ মজা করে গল্প করছেন অনন্যা। অথচ কাছে দাঁড়িয়ে থাকা আরিয়ান ভুল করেও কথা বললেন না এক সময়ের বন্ধু অনন্যার সঙ্গে।
ওই ভিডিও ভাইরাল হওয়ার কিছু সময়ের মধ্যে গৌরী খান ইন্সটাগ্রামে একটি গ্রুপ ছবি শেয়ার করেন।যেখানে আরিয়ান ও অনন্যা দাঁড়িয়েছেন পাশাপাশি। কেবল পাশেই দাঁড়াননি, অনন্যার কোমরে হাতও রাখতেও দেখা গেছে শাহরুখ পুত্রকে। অনন্যার মুখে হালকা হাসি থাকলেও আরিয়ান ছিলেন গম্ভীর চেহারায়।
ওই ছবিতে একজন অনন্যাকে ‘শাহরুখ পুত্রবধূ’ বলে সম্বোধন করে মন্তব্য করেছেন। আরেকজন লিখেছেন, “অনন্যা পরিবারকে সম্পূর্ণ করেছে।”
শাহরুখ পরিবারের সঙ্গে চাঙ্কি পান্ডের পরিবারের সখ্য বহুদিনের। সেই বন্ধুতা গড়িয়েছে পরের প্রজন্মে। শাহরুখের বড় দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অনন্যা। এছাড়া শাহরুখকে দ্বিতীয় বাবা মনে করেন অনন্যা।
সুহানার সঙ্গে অনন্যার বন্ধুত্ব রয়ে গেলেও সম্পর্কে ভাটা পড়ে আরিয়ানের সঙ্গে। এর কারণ ‘মাদককাণ্ড’।
দুবছর আগে আরিয়ানকে মাদক মামলায় গ্রেপ্তারের পর ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা তল্লাশি চালায় অনন্যার বাড়িতেও।কারণ আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটে অনন্যার সঙ্গে আরিয়ানের মাদক নিয়ে কথাবার্তা হয়েছিল। ওই ঘটনার জের ধরে সম্পর্কে দূরত্ব আসে আরিয়ান-অনন্যার।
এর আগে গত বছর মাধুরী দীক্ষিতের ‘মাজা মা’ সিনেমা প্রিমিয়ারে দুই বন্ধুর সম্পর্কের ‘দূরত্ব’ খবর হয় সংবাধমাধ্যমে।
এদিকে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন চলছে। আজকাল বিভিন্ন অনুষ্ঠানে তারা একসঙ্গে উপস্থিত হচ্ছেন। যদিও এ বিষয়ে খোলামেলাভাবে এখনো কিছুই বলেননি তারা।
বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহী এবং পাকিস্তানের অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে আরিয়ানের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিছুদিন আগে। ছবিগুলোকে ঘিরেও আরিয়ানের ‘প্রেম’ নিয়ে গুঞ্জন উঠে।