রাজ্জাকের বেফাঁস মন্তব্যে অমিতাভের জবাব?

সম্প্রতি পাকিস্তানী ক্রিকেটারদের সমালোচনা করতে গিয়ে বলিউডের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল রাজ্জাক।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 12:54 PM
Updated : 16 Nov 2023, 12:54 PM

সম্প্রতি পাকিস্তানী ক্রিকেটারদের সমালোচনা করতে গিয়ে বলিউডের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল রাজ্জাক। তা শুনেই রে-রে করে উঠেছিল নেটপাড়ার একাংশ! এবার বৌমা ঐশ্বরিয়ার হয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন।

বুধবার এক্স হ্যান্ডেলে একটি নমস্কারের ইমোজি পোস্ট করেন বিগ বি লিখেন, “যেকোনো লিখিত শব্দের চেয়ে এইসবের (ইমোজির) অর্থ অনেক গভীর।”

তবে অভিনেতা রাজ্জাকের নাম কিংবা তাকে ট্যাগও করেননি। তবুও বার্তাটি দেখে নেটিজেনদের একাংশ ধারণা করে নিয়েছে, রাজ্জাকের জন্যই এ মন্তব্য করেছেন অমিতাভ।

সম্প্রতি ঐশ্বরিয়াকে নিয়ে রাজ্জাকের আপত্তিকর মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কথার জোয়ার ওঠে।

বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় রাজ্জাক বলেছিলেন, “পাকিস্তান দল ও খেলোয়াড়দের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। আসল কথাটা হল, আমার মনে হয় পাকিস্তানের খেলোয়াড়দের উন্নতি হবে তেমন কোনো ইচ্ছাই নেই। আর সেটা কখনই হবে না যদি মাথায় চিন্তা থাকে যে, ঐশ্বরিয়াকে বিয়ে করে সন্তানের জন্ম দেওয়া সম্ভব। তাই খেলার উন্নতির আগে প্রথমে চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে; নিজের লক্ষ্য ঠিক করতে হবে।”

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের পাশাপাশি এই মন্তব্যের নিন্দা করেন তার নিজের দলের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, ওয়াকার ইউনিস, মহম্মদ ইউসুফের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও।

এরপরই প্রকাশ্যে ভিডিও বার্তায় আত্মসমালোচনা করে ক্ষমাও চান রাজ্জাক।

ঐশ্বরিয়াকে উদ্দেশ্য করে বলেন, “আমি তার কাছে ক্ষমা চাইছি। আমি অন্যকিছু বলতে চেয়েছিলাম কিন্তু মুখ থেকে ওই কথা বেরিয়ে গেছে।”

যদিও অভিষেক ঘরণী ঐশ্বরিয়া এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।