একটি নস্টালজিক নোটের সাথে ইনস্টাগ্রামে শৈবের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।
Published : 26 Jun 2023, 07:51 PM
বিভিন্ন সময়ে নিজের ছবি ও রিল পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। সম্প্রতি ভক্তদের সাথে শৈশবের এক বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে অভিনেত্রীকে।
সোমবার একটি নস্টালজিক নোটের সাথে ইনস্টাগ্রামে শৈশবের একটি ভিডিও শেয়ার করেছেন অনন্যা।
ক্যাপশনে লিখেছেন, “আপনারা কি ছুটি কাটাতে যেতে চাইছেন?”
ভিডিওতে পাইলটের পোশাক পরে ছিলেন শিশু অনন্যা। ক্যামেরার আড়াল থেকে অভিনেত্রীকে একের পর এক প্রশ্ন করছেন চাঙ্কি। সেই সব প্রশ্ন শুনে লাজুক হাসির মধ্যদিয়ে উত্তরে জানান, বড় হয়ে তিনি পাইলট হতে চান।
অনন্যার এই ভিডিও দেখে ভক্তদের পাশাপাশি তারকাদের অনেকেই প্রশংসা বাক্য ছুঁড়ে দেন। অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন, “খুব মিষ্টি লাগছে!”
ফ্যাশন স্টাইলিস্ট তানিয়া ঘাভরি অভিনেত্রীকে ‘পুডিং’ বলে সম্বোধন করেছেন।
আগামীতে বিক্রমাদিত্য মোতওয়ান পরিচালিত সাইবার ক্রাইম-থ্রিলারে দেখা যাবে অভিনেত্রীকে।
সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “গল্পটি নিয়ে যখন বিক্রমাদিত্য মোতওয়ান আমার কাছে আসেন, আমি তখনই জানতাম, এর অংশ হব আমি। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে বরাবরই আমার পছন্দের তালিকায় ছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকেই তার সাথে কাজ করা ভাগ্যের ব্যাপার!”
এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে কমেডি ঘরানার সিনেমা ‘ড্রিম গার্ল ২’ অভিনয় করবেন অনন্যা।
গ্যালারিতে বসে ফাইনাল দেখবেন চাঙ্কি ও অনন্যা পাণ্ডে