ড্যানিয়েল ক্রেইগ বিদায় নেওয়ায় নতুন বন্ড খুঁজতে হচ্ছে।
Published : 24 Sep 2022, 12:13 PM
ব্রিটিশ সিক্রেট সার্ভিসের জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেইগ জামানা শেষের পর নতুন বন্ড কে হচ্ছেন, সেটি নিয়ে দর্শকদের যেমন কৌতূহলের শেষ নেই, তেমনি প্রযোজকদেরও কপালে পড়েছে ভাঁজ। নতুন বন্ডকে খুঁজতে আঁটঘাট বেঁধেই নেমেছেন তারা।
রুপালি পর্দায় ব্রিটিশ সিক্রেট সার্ভিসের বন্ডকে এখনও চূড়ান্ত করতে না পারলেও প্রযোজক বারবারা ব্রোকলি এবং মাইকেল জি ইউলসন জানিয়ে দিয়েছেন, অল্পস্বল্প সময়ের জন্য নয়, এই চরিত্রটি যিনি করবেন, তাকে অন্তত পক্ষে টানা এক দশক ধরে কাজ করে যেতে হবে।
আইএনজির প্রতিবেদনে বলা হয়েছে, হলিউড রিপোর্টারকে দেওয়া এ সাক্ষাৎকারে ব্রোকলি এবং উলসন জানিয়েছেন তারা পরবর্তী বন্ডের কাছে ঠিক কি ধরনের প্রতিশ্রুতি আশা করছেন।
তবে প্রযোজকরা এটাও জানিয়েছেন, চূড়ান্ত না হলেও তাদের পছন্দের প্রাথমিক তালিকায় আছেন অভিনেতা টম হার্ডি, ইদ্রিস এলবা এমনকি টম হিডলস্টনও।
ব্রোকলি বলেন, “এখনও আমরা নতুন বন্ডকে চূড়ান্ত করে উঠতে পারিনি। বলা যায়, চূড়ান্ত সিন্ধান্তের কাছাকাছিও নেই। কারণ বিষয়টি এমন নয় যে আমরা শুধু একটি সিনেমার জন্য বন্ডকে চূড়ান্ত করলে ফেললাম। যিনি আসবেন আমরা আশা করবো, অনন্ত এক দশক এই চরিত্রটিকে পর্দায় আনবেন তিনি।“
১৯৬২ সালে শন কনেরি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম ছবি ‘ড. নো’ দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। আর ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিতে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করার পর ব্রিটিশ স্পই চরিত্রটিকে গত বছর বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়।
টম হল্যান্ড হবেন ‘খাটো’ জেমস বন্ড
ব্রিটিশ এই অভিনেতাকে নিয়ে ক্রেইগ ব্রোকলি বলেন, “যে কোনো অভিনেতার তার অভিনয় জীবনকে কিভাবে এগিয়ে নেবেন বা তাতে নানা সময়ে কী ধরনের বদল আনবেন, সেটি তার চিন্তাভাবনার মূল বিষয়। ক্রেইগও এক সময খেই হারিয়ে ফেলেছিলেন, ২০১৫ সালে ‘স্পেকটর’ মুক্তির পর পরের কাজ হাতে নিয়ে অনিচ্ছুক ছিলেন। কিন্তু পরে আবারও বন্ড হয়ে পর্দায় আসেন তিনি। তাই আমি বলতে পারি, এই সিনেমা অভিনেতার জীবনে পরিবর্তন নিয়ে আসে। ক্রেইগের এনেছে তবে সেই ছাপ তার ব্যক্তি জীবনে পড়েনি। ক্রেইগ বন্ড শুরু আগে যেমন বিস্ময়কর একজন মানুষ ছিলেন, এখনও আছেন।“
বন্ডের ভূমিকায় ক্রেইগের দুর্ধর্ষ অভিনয়ের পর দর্শকদের কাছে অনেকদিন ধরে বড় প্রশ্ন কে হচ্ছেন নতুন বন্ড?
বিষয়টি নিয়ে প্রযোজক ব্রোকলির ভাষ্য,”জেমস বন্ড সিনেমা অধ্যায়ের এই মুহূর্তে এসে আমাদের ভাবতে হবে বন্ডের গতিপথ এবং কাহিনীকে আমার মূলত কোথায় নিয়ে যেতে চাই। অন্যান্য সবকিছুর আগে এটাই ভাবনার মূল বিষয়। মূল ভাবনাটি পরিস্কার হয়ে গেলে বন্ড নির্বাচন নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করব।“
ক্রেইগের বিদায়ের পর সে সময় বন্ড ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, দুটি শর্তে কোনো নড়চড় নেই। সেগুলো হল বয়স এবং উচ্চতা। নতুন বন্ডকে ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে, যাতে দীর্ঘসময় তাদের সঙ্গে সেই অভিনেতা থাকতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চতা। নতুন বন্ডের উচ্চতা কম হলেও হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।
আগামী অক্টোবর জেমন বন্ডের ৬০ত বার্ষিকী জানিয়ে এই প্রযোজক বলেন, “এ পর্যন্ত বন্ড চরিত্রটি যারা করেছেন তারা নিজস্ব অভিনয় দক্ষতায় মিশে গেছেন চরিত্রের সঙ্গে। অভিনেতা হওয়ার নানা শর্তকে সরিয়ে রাখলেও আমাদের কাছু গুরুত্ব পাচ্ছে এই ফ্রাঞ্চাইজির সঙ্গে দীর্ঘসময় একাত্ম হওয়ার বিষয়টি।”
জেমস বন্ডকে নিয়ে লেখা বইয়ের লেখক ফেলা ও’কনেল জেমসের মতে, বন্ড হতে হবে এমন একজনকে যাকে এক নজরে গ্রহণ করে নেবে দর্শকেরা, চিনে ফেলবে বলা যায়। আকর্ষণীয় ও বুদ্ধিমত্তার ব্যক্তিত্বসম্পন্ন সেই পুরুষটিকে দীর্ঘ সময় ধরে সেলুলয়েডের পর্দা শাসন করতে হবে।
এবং সেই অভিনেতাকে অবশ্যই এমন একজন হতে হবে, যিনি উপস্থাপন করবেন ব্রিটিশ সংস্কৃতিকে।