সম্প্রতি এআই ব্যবহার করে ‘জওয়ান’-এর প্যারালাল ইউনিভার্স তৈরি করেছেন এক ভক্ত। তা দেখেই মুগ্ধ নেটিজেনরা।
Published : 08 Oct 2023, 03:16 PM
বক্স অফিসে রোজই নতুন রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। বিশ্ব বক্স অফিসেও ১২০০ কোটি আয়ে লক্ষ্যে ছুটছে সিনেমাটি। এরই মধ্যে দেখা গেল সন্তান কোলে শাহরুখ-দীপিকাকে।
সম্প্রতি এআই ব্যবহার করে ‘জওয়ান’ এর প্যারালাল ইউনিভার্স তৈরি করেছেন এক ভক্ত। সেই ছবি বুধবার ইনস্টাগ্রামে শেয়ার করতেই তা ভাইরাল হয় বলে সংবাদ প্রতিদিন জানিয়েছে।
কাল্পনিক সে ছবিতে ছোট্ট আজাদের সঙ্গে বিক্রম-ঐশ্বরিয়ার দেখা মিলেছে। তা দেখেই মুগ্ধ নেটিজেনরা।
ছবিতে তিনজনের পরনেই ছিল সাদা পোশাক। পাঁচটি ছবির মধ্যে মোট তিনটির ব্যাকগ্রাউন্ড রাখা হয়েছে জেলখানা, যেখানে দীপিকাকে ফাঁসিতে ঝোলানো হয়। বাকি দুই ছবিতে একটি স্বস্তিপূর্ণ আবহ তৈরি করা হয়েছে। তাতে ছেলে আজাদকে বুকে জড়িয়ে বিক্রম-ঐশ্বরিয়ার স্গ্ধি অভিব্যক্তি ফুটে উঠেছে।।
অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। তাকে বিক্রম রাঠোর ও ছেলে আজাদ দুই ভূমিকাতেই দেখা গেছে। বিক্রমের স্ত্রী ঐশ্বরিয়ার ভূমিকায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন দীপিকা।
শাহরুখ- দীপিকা ছাড়াও সিনেমায় আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনীল গ্রোভারসহ আরও অনেকে। ক্যামিও চরিত্রে কাজ করেছেন সঞ্জয় দত্ত।