জাংকুক পেলেন 'গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড'

অ্যাওয়ার্ড গ্রহণ করে কোরীয় গায়ক বলেছেন, তিনি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা কঠিন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 05:57 AM
Updated : 21 Nov 2023, 05:57 AM

প্রথম একক অ্যালবাম ‘সেভেন’ এর কল্যাণে সাফল্যের আরেকটি মুকুট যোগ হল কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ এর গায়ক জাংকুকের ক্যারিয়ারে।

এই অ্যালবামের জন্য চলতি বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের সর্বোচ্চ সম্মাননা 'গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড' পেয়েছেন জাংকুক।

জাংকুকের এই অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর দিয়েছে দ্য কোরিয়া টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, অ্যাওয়ার্ড গ্রহণ করে কোরীয় গায়ক বলেছেন, তিনি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা কঠিন।

জুলাইয়ের মাঝামাঝি ‘সেভেন’ প্রকাশের পর হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউটিউবতো বটেই, মিউজিক আ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে রাখে আলোচনায়। তবে সেটি কেবল আলোচনায় থেমে থাকেনি, জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েন ইতিহাস।

কোরিয়া টাইমস বলছে, জাংকুকের ‘সেভেন’ স্পটিফাইতে টানা ৬ সপ্তাহ ধরে সেরা গানের সাপ্তাহিক তালিকার শীর্ষস্থান দখল করেছিল। সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে ছিল‘সেভেন’।

স্পটিফাইয়ের হিসেব আনুযায়ী জাংকুকের গানটি প্রথম দুই মাস প্রতিদিন ৭৬ লাখের বেশিবার শুনেছেন শ্রোতারা। অল্পদিনের মধ্যে বিলবোর্ডে একক গানের তালিকায় শীর্ষস্থানটি দখল করে নেয় গানটি।

জাংকুক বলেন, “বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া বিরাট সম্মানের। আমার দলের সদস্য, গানের আয়োজক এবং শ্রোতাদের ধন্যবাদ। যারা গানটি শুনে আমাকে এই পুরস্কার পেতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা।“

‘সেভেন’ অ্যালবাম তৈরির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানান জাংকুক। ধন্যবাদ দিয়েছেন বিলবোর্ড কর্তৃপক্ষকে।

গত ১৪ জুলাই ‘বিটিএস’র এজেন্সি বিগহিট মিউজিক গানটি প্রকাশ করে। এই গান নিয়েই প্রথমবারের মত নিউ ইর্কের কনসার্ট সিরিজে একা মঞ্চে ওঠেন বিটিএস এর তরুণ গায়ক।

বিটিএস-এ জাংকুক যোগ দেন মাত্র ১২ বছর বয়সে। ‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সোশাল মিডিয়ায় ছাড়েন।

গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতিতে আছেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান প্রকাশ হয়। জাংকুকের পর সর্বশেষ একক গান নিয়ে আসেন বিটিএস’র সদস্য ভি।