মেয়ের সঙ্গে যোগাযোগ না থাকার আক্ষেপ এর আগেও বহুবার প্রকাশ করেছেন প্রসেনজিৎ।
Published : 01 Jan 2024, 09:35 AM
কলকাতার সিনেমার তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের ছবি মাঝেমধ্যে সোশাল মিডিয়ায় দেখা গেলেও, তার মেয়ের কথা আর ছবি থাকে অগোচরে।
আনন্দবাজার লিখেছে, প্রসেনজিতের মেয়ে প্রেরণা চট্টোপাধ্যায়ের ছবি এবার এসেছে সোশাল মিডিয়ায়। সেই ছবিতে পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে বড়দিন উদযাপন করতে দেখা গেছে প্রেরণাকে। অভিনেত্রী পল্লবী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন সেই ছবি।
প্রসেনজিৎ ও তার দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৭ সালে অপর্ণার সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন প্রসেনজিৎ। বছর পাঁচেক যেতে না যেতে ওই সংসারেও বিচ্ছেদ টানেন প্রসেনজিৎ।
বিবাহ বিচ্ছেদের পর মেয়ে প্রেরণাকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা। তারপর থেকে তার বাবার সাথে যোগাযোগ নেই বললেই চলে।
ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে পল্লবী ক্যাপশনে লিখেছেন, “বহু বছর পর ভাইঝি প্রেরণার সঙ্গে দেখা হল। এ বছরের ক্রিসমাসের দারুণ চমক। আমার ছোট্ট পরী এখন লেডি হয়ে গিয়েছে। ওকে দেখে ভালো লাগছে।”
তবে পিসি আর ভাইঝির এই বড়দিন উদযাপন ভারত নাকি ভারতের বাইরে হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি পল্লবী।
এর আগে অনেক সাক্ষাৎকারেই মেয়ের সঙ্গে যোগাযোগ না থাকার আক্ষেপ প্রসেনজিৎ করেছেন বলে আনন্দবাজার জানিয়েছে।
বর্তমানে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার করছেন প্রসেনজিৎ। এই দম্পতির ছেলের নাম তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।