Published : 12 Jun 2023, 04:54 PM
মেঘের পরে মেঘ জমে আকাশ কালো হয়ে আসে, বন্ধ হয়ে যায় শুটিং। কাজের মধ্যে হঠাৎ পাওয়া ফুরসতে অভিনেতা চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি কণ্ঠে তুললেন হাশিম মাহমুদের লেখা ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না’ গানটি।
গাজীপুরের পূবাইলে দুই বন্ধু-সহশিল্পীর গানের সেই দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করলেন নির্মাতা এজাজ মুন্না।
সোমবার গানের ভিডিওটি চঞ্চল এবং খুশি তাদের ফেইসবুকে তুলে দিয়েছেন। দুজনেই ভক্তদের প্রসংশায় সিক্ত হয়েছেন।
চঞ্চল ফেইসবুকে ভিডিওটির ক্যাপশনে লেখেন, “চলতে পথে, পূবাইলের রাস্তায়। ঝড় বৃষ্টির একটু আগে। দেখা না দিলে বন্ধু…..কথা কইও না॥ হাশিম মাহমুদের গান।”
আর শাহনাজ খুশি লিখেছেন, “বৃষ্টিতে শুটিং বন্ধ। আমরা সবাই পূবাইল এবং গান বন্দী।”
গ্লিটজের সঙ্গে কথা হয় শাহনাজ খুশির। কথায় কথায় তিনি জানান, এক পশলা বৃষ্টির পর শুটিংয়ে ফিরেছেন তারা, কাজ চলছে পুরোদমে।
এজাজ মুন্নার পরিচালনায় ‘দূর হতে তোমাকেই দেখেছি’ শিরোনামে একটি সাত পর্বের ধারাবাহিক নাটকের শুটিং ছিল বলেও জানান খুশি। তিনি এবং চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন নাদিয়াসহ আরও কয়েকজন। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাশ।
শাহনাজ খুশি বলেন, “আমরা শুটিংয়ের জন্য ভোরবেলা যখন রওনা হই, তখনো আকাশ একেবারে কালো হয়েছিল। সেটে আসার পর শুটিংয়ের জন্য রেডি হয়ে বসে আছি৷ কিন্তু আকাশ তখন ভীষণ কালো হয়ে আসে। এদিকে নির্মাতা এজাজ মুন্না একটু দুশ্চিন্তায় ছিলেন, কারণ এদিন অনেক শিল্পীর একসঙ্গে কাজ। শুটিং না করতে পারলে তো পরে আবার সবার শিডিউল মেলানো কঠিন হবে।
আর তখনই চঞ্চল দুশ্চিন্তা কাটানোর জন্য হঠাৎ গান ধরলো। আমরা হাশিম মাহমুদের ‘কথা কইয়ো না’ গানটি গাই। এজাজ মুন্নাও সেটি মোবাইল ফোনে ধারণ করেন।"
গানটি পুরো শেষ করার আগেই বৃষ্টি শুরু হয় জানিয়ে খুশি বলেন, "ভিডিওতে যেটুকু গান আছে, সেখানে কিন্তু পুরো গানটি গাইতে পারিনি। শেষ অন্তরাটুকু বাকি ছিল, তখনই ঝুম বৃষ্টি শুরু হয়।"
টানা ৩৬ মিনিট পর বৃষ্টি থামে জানিয়ে শাহনাজ খুশি বলেন, "আমরা পরে শুটিং শুরু করি। দুপুরের আগেই বেশ কিছু অংশের শুটিং শেষ হয়েছে।"
হাশিম মাহমুদের ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না’ গানটি গত শনিবার অনলাইনে নতুন সঙ্গীতায়োজনে প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। এর সুর ও সঙ্গীত প্রযোজনা করেছেন ইমন চৌধুরী। গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু এবং লোকসঙ্গীতশিল্পী আলেয়া বেগম।
এর আগে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় হাশিম মাহমুদের লেখা ও সুর করা ‘সাদা সাদা কালা কালা’ গানটিও তুমুল জনপ্রিয়তা পায়।