বলে না দিলেও সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা বোঝা যাচ্ছিল কোনো এক সমুদ্র সৈকতে ছুটির মজায় আছেন রাকুল প্রীত সিং। তবে সেসব ছবির ক্যাপশনে ভারতে দক্ষিণী ও হিন্দি সিনেমার হালের এই নায়িকা লিখেছেন এই সমুদ্র তীর মালদ্বীপের ফারি দ্বীপে সেই সব ছবিতে রাকুলের সৌন্দর্যের প্রশংসা করে এই নায়িকাকে ভালোবাসা জানিয়েছেন তার ভক্তরা।
Published : 03 Jun 2023, 02:41 PM