মুম্বাইয়ে বলিউডের নবদম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা তাদের বিবাহোত্তর সংবর্ধনায় উঠিয়ে এনেছিলেন প্রায় পুরো বলিউড ইন্ড্রাস্ট্রিকে। পার্টির শুরুতেই স্বামী রণবীর কাপুরকে ছাড়াই হাজির হন আলিয়া ভাট, যার সাথে এক সময় বহুবার উচ্চারিত হয়েছে সিদ্ধার্থের নাম। অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন আলিয়ার শাশুড়ি নীতু কাপুরও। রাত বাড়তেই একে একে হাজির হতে শুরু করেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, করিনা কাপুর, শিল্পা শেঠি থেকে বিদ্যা বালানের মত তারকারা। কাজলকে সাথে নিয়ে এসেছিলেন অজয় দেবগণও। সস্ত্রীক দেখা দেছে রীতেশ দেশমুখ ও বরুণ ধাওয়ানকে। একা এসেছিলেন ভূমি পেডনেকার। মা ভাবনা পাণ্ডের সঙ্গে ছিলেন অনন্যা পাণ্ডে। কয়েক বছরের প্রেম নিয়ে লুকোচুরি খেলে অবশেষে গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের মরু শহর জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলোচিত ‘শেরশাহ’ জুটি কিয়ারা ও সিদ্ধার্থ।
Published : 13 Feb 2023, 11:07 AM
শ্বশুরবাড়িতে কিয়ারা, বিমানবন্দরে মিষ্টি বিতরণ
সিদ্ধার্থ-কিয়ারা: চোখে চোখ, হাতে হাত
তারকাদের প্রিয় রাজস্থানেই সাত পাকে বাঁধা সিদ্ধার্থ-কিয়ারা
‘সূর্যগড় প্রাসাদে’ বাজবে কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের সানাই
‘আমায় তো কেউ নিমন্ত্রণ করেনি’, নিজের বিয়ের খবরে বললেন সিদ্ধার্থ
ভরা মজলিসে নাচলেন সিদ্ধার্থ, বিয়ের কথায় পেলেন লজ্জা