কিয়ারা আদবানিকে কবে বিয়ে করছেন, এই প্রশ্নের মুখে সিদ্ধার্থ।
Published : 14 Oct 2022, 12:50 AM
কিয়ারা আদবানি আর সিদ্ধার্থ মালহোত্রা আগামী এপ্রিলেই গাটছড়া বাঁধছেন বলে গুঞ্জন চলছে; যদিও তারা কেউ মুখ খুলছেন না।
সম্প্রতি বলিউড লাইফ সিদ্ধার্থের কাছে জানতে চেয়েছিল বিয়ের গুঞ্জনের সত্য কি না? উত্তরে এই বলিউড তারকা বললেন, এটা হলে এই যুগে গোপন রাখা কঠিন হয়ে যাবে। কারণ সোশাল মিডিয়ার কল্যাণে তা প্রকাশ্যে চলে আসবেই।
ইতোপূর্বে বলিউড লাইফ জানিয়েছিল, ২০২৩ সালের এপ্রিলে বিয়ের পরিকল্পনা করেছেন বলিউডের এই প্রেমিক জুটি। এখন সিদ্ধার্থের এই কথাকে তার মন পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে।
সিদ্ধার্থ বলেন, বলিউডে ১০ বছর কাটিয়ে দেওয়ার পর এখন আর এই ধরনের গুজব তাকে প্রভাবিত করতে পারে না।
সিদ্ধার্থ এখন তার পরবর্তী সিনেমা ‘থ্যাঙ্কগড’র মুক্তির অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে ২০২৩ সালে মুক্তি পাবে কিয়ারা আদভানির ’সত্যপ্রেম কি কথা’।