“আমি আমার দেশের সিনেমার ইতিহাস তুলে ধরতে এই কাজে সবার সহযোগিতা চাইছি," বলেন রাজামৌলি।
Published : 24 Jan 2024, 11:39 AM
ভারতীয় চলচ্চিত্রের জন্ম আর বেড়ে ওঠা নিয়ে সিনেমা বানাবেন দক্ষিণী নির্মাতা এস এস রাজামৌলি, যেখানে তিনি তুলে ধরবেন দেশটির চলচ্চিত্রের ইতিহাসের নানা অধ্যায়।
এ সিনেমার নাম হবে ‘মেইড ইন ইন্ডিয়া'। আর ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রাজামৌলির এ সিনেমা হবে ভারতীয় সিনেমার ‘বায়োপিক’!
রাজামৌলি বলেন, “কাজটি করা কঠিন। কিন্তু সম্মান ও গৌরবের। কিন্তু এ কাজের সঙ্গে আবেগ কাজ করবে। আমি আমার দেশের সিনেমার ইতিহাস তুলে ধরতে এই কাজে সবার সহযোগিতা চাইছি।"
ভারতে এই সময়ের সেরা পরিচালকের তালিকা করলে তার মধ্যে শুরুর দিকে থাকবেন এস এস রাজামৌলি। তার সর্বশেষ সিনেমা ‘আরআরআর’ দিয়ে ভারতকে অস্কারও এনে দিয়েছেন তিনি। এর আগে ২০১৫ সালে রাজামৌলীর ‘বাহুবলী’ মুক্তির পর ব্ক্স অফিসে ব্যাপক ঝড় তোলে।
কিছুদিন আগে শোনা গিয়েছিল, 'মহাভারত' নিয়েও সিনেমা তৈরি করতেন চান রাজামৌলি। সংবাদসূত্র পিংকভিলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)