বলিউডের পরিচালক রোহিত শেঠি ‘সিংগাম এগেইন’ সিনেমায় এক ছাদের নিচে চার পুলিশ কর্মকর্তাকে হাজির করেছেন।
Published : 31 Oct 2023, 03:15 PM
রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ সিনেমায় পুলিশ কর্মকর্তা ‘সিম্বা রূপে’ রাণবীর সিং তার লুক প্রকাশ করেছেন।
সোমবার সেই লুক ইনস্ট্রাগ্রামে শেয়ার করে ‘রণহুঙ্কার’ দিয়েছেন রাণবীর।
ছবিতে পুলিশের পোশাক গায়ে চড়িয়ে ভক্তদের কাছে সিম্বাকে পরিচয় করিয়ে দেন হিন্দি সিনেমার এই নায়ক।
রাণবীর ক্যাপশনে লিখেছেন, “এসে গেছে, এসে গেছে, সিম্বা এসে গেছে।“
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, নির্মাতা রোহিত শেঠি তার ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘সিংহাম এগেইন’ এ যে পুলিশি রাজ্য গড়ে তুলেছেন, তাতে তিনি হাজির করেছেন পুলিশের চার কর্মকর্তাকে। যাদের মধ্যে তিনজনই তার পুরনো তিনটি সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্র পেয়েছিলেন।
তাদের একজন অজয় দেবগণ, যার হাত ধরে ২০১১ সালে আসে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘সিংহাম’। অজয় কাজ করেছেন ৯ বছর আগে মুক্তি পাওয়া ‘সিংহাম’র সিক্যুয়েল ‘সিংহাম রিটার্নসেও’।
‘সিংহাম এগেইন’: পুলিশ দীপিকা দেখতে যেমন
আছেন রাণবীর সিং, যিনি শেঠির 'সিম্বা' সিনেমায় পুলিশ অফিসার হয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন।
আরও দুই পুলিশ কর্মকতার একজন হলেন অক্ষয় কুমার এবং দীপিকা পাড়ুকোন। অক্ষয়কে শেঠি নিয়েছিলেন তার ‘সূর্যবংশী’ সিনেমায়। চার পুলিশের মধ্যে দীপিকা কেবল শেঠির নতুন নির্বাচন।
‘সিংহাম এগেইন’ এ আরও আছেন টাইগার শ্রফ ও কারিনা কাপুর।
সেপ্টেম্বরে শুরু হওয়া সিনেমার শুটিং চলছে দারুণ গতিতে।