দীপিকা লিখেছেন, “কিচ্ছু করার নেই, শেঠি শক্তির পরিচয় দিতে বলেছে।“
Published : 15 Oct 2023, 02:18 PM
বলিউড নির্মাতা রোহিত শেঠি তার ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় যে পুলিশি রাজ্য গড়ে তুলেছেন, তাতে এবার নাম লিখিয়েছেন নায়িকা দীপিকা পাড়ুকোন।
কদিন আগে সিনেমার শুটিং শুরু হতে না হতেই, নিজের প্রথম লুক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপিকা।
ইনস্টাগ্রামে শেয়ার করা দুটি ছবির প্রথমটিতে দেখা গেছে, মাথায় পিস্তলও ঠেকিয়ে এক ‘সন্ত্রাসীর’ চুল ধরে টেনে তুলছেন দীপিকা। আর দ্বিতীয় ছবিতে পিস্তাল হাতে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন তিনি।
ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, “কিচ্ছু করার নেই, শেঠি শক্তির পরিচয় দিতে বলেছে।“
ছবিতে সবার আগে লাল হৃদয় দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা আলিয়া ভাট।
আর নির্মাতা রোহিত শেঠি লিখেছেন, “নারী কখনও মা দুর্গা, কখনও সীতারূপে আবির্ভুত। দর্শকদের উদ্দেশে বলছি, পৃথিবীর সবচেয়ে কড়া পুলিশ অফিসারদের সঙ্গে আপনাদের দেখা হবে। তাদেরই একজন দীপিকা। সাবধান!“
শেঠি তার ‘সিংহাম’ সিনেমার তৃতীয় কিস্তির নাম দিয়েছেন ‘সিংহাম এগেইন’। এখানে দুর্ধর্ষ পুলিশ অফিসার অজয় দেবগণ, অক্ষয় কুমার এবং রাণবীর সিং ও তার সহধর্মিনী দীপিকাকে এনেছেন শেঠি। দীপিকা সিনেমায় অজয়ের বোনের চরিত্রে এসেছেন। এছাড়া আরও আছেন কারিনা কাপুর।
২০১১ আসলে 'সিংহাম' সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নির্মাতা রোহিত শেঠি। 'সিংহাম' সিনেমা সাফল্যের পর তাকে কেউ কেউ ‘কিং অব অ্যাকশন’ উপাধিও দেন। ওই সিনেমার সিক্যুয়েল হল 'সিংহাম রিটার্নস', সেটিও ব্যবসা সফল, যা মুক্তি পেয়েছিল ৯ বছর আগে।
এবার আসছে এই ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা 'সিংহাম এগেইন'। চলতি মাসেই এই সিনেমার মহরত হয়েছে।
সোশাল মিডিয়ায় সেই মহরতের ছবি শেয়ার করে শেঠি লিখেছেন, "সিংহাম, সিংহাম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী, ১২ বছর আগে আমরা যখন সিংহাম তৈরি করি, তখন আমরা কখনোই ভাবিনি যে এটা একটি কপ ইউনিভার্সে পরিণত হবে! এখন আমাদের কপ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা ‘সিংহাম এগেইন’- শুরু করছি। এটায় আমরা জীবন লড়িয়ে কাজ করতে প্রস্তুত। শুধু আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।’
শেঠি তিনটি সিনেমাতেই পুলিশ অফিসারকে মূল চরিত্রে এনেছেন। 'সিংহাম' এ ছিলেন অজয় দেবগণ। 'সিম্বা' সিনেমা দিয়ে ফের এই ধারায় আত্মপ্রকাশ করেন শেঠি, সেখানে পুলিশ অফিসার হন রাণবীর সিং। 'সিম্বা' ও 'সিংহাম' এর পর শেঠি হাত দেন ‘সূর্যবংশী’ চলচ্চিত্রে। সেখানেও কেন্দ্রীয় চরিত্রে একজন পুলিশ অফিসার। তাতে অভিনয় করেন অক্ষয় কুমার। আর তৃতীয় কিস্তিতে পুলিশ অফিসার হিসেবে অজয়, রাণবীর ও অক্ষয়ের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা।