ওয়ার্নার ব্রাদার্স মোশন পিকচার গ্রুপের কো-চেয়ারম্যান পাম অ্যাবি বলেছেন, তারা মনে করছেন ‘বার্বি টু’ নিয়ে কাজ করতে তাদের ভালোই লাগবে।
Published : 09 Mar 2024, 11:23 AM
অস্কার মনোনয়নে যতই পিছিয়ে থাকুক, গেল বছরে হলিউডে সর্বোচ্চ আয় করা সিনেমা ‘বার্বি’র যাত্রা থামছে না।
আগামীতে এ সিনেমার সিক্যুয়েল তৈরির কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিবেশক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স।
বিবিসি লিখেছে, ওয়ার্নার ব্রাদার্স মোশন পিকচার গ্রুপের কো-চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী পাম অ্যাবি বলেছেন, তারা মনে করছেন ‘বার্বি টু’ নিয়ে কাজ করতে তাদের ‘ভালোই লাগবে’।
যুক্তরাষ্ট্রের নারী নির্মাতা গ্রেটা গারউইগের বার্বি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ১ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করে ২০২৩ সালে। প্রথম নারী চলচ্চিত্রকার হিসেবে এককভাবে এই মাইলফলক অর্জন করেছেন গ্রেটা গারউইগ। ওয়ার্নার ব্রাদার্স এ ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলেছে।
পাম অ্যাবি বলেন, “কীভাবে সিনেমার আরেকটি পর্ব আনা যায়, সেটা নিয়ে ভাবনা-চিন্তা হচ্ছে। কথাবার্তাও বলছি। তবে ব্যাপারটা অনেকখানি নির্ভর করছে নির্মাতা গারউইগের ওপরে। গারউইগও আশাবাদী।“
চলতি সপ্তাহের শুরুতে গারউইগের সঙ্গে বার্বির সিক্যুয়েল নিয়ে আলোচনায় বসেছিলেন বলে জানান অ্যাবি।
এ সিনেমায় আইকনিক চরিত্র বার্বি হয়েছেন অভিনেত্রী মার্গট রবি; দ্বিতীয় মূল চরিত্রটি করেন রায়ান গসলিং।
নির্মাতা গারউইগ নারীবাদী চিন্তার জন্য পরিচিত। এর আগে তিনি যেসব চলচ্চিত্র নির্মাণ করেছেন, সেখানে তার নারীকেন্দ্রিক চিন্তাভাবনার ছাপ আছে। ‘বার্বি’তেও তার ব্যতিক্রম হয়নি।‘বার্বি’ মুক্তি পায় গত বছরের ২১ জুলাই।
এ সিনেমার কেন্দ্রে আছে দুটি বার্বি পুতুল, যারা বার্বিল্যান্ড ছেড়ে এই পৃথিবীতে চলে আসে। এরপর এই ধরণীতে তাদের টিকে থাকার যুদ্ধ দেখানো হয় সিনেমায়।
বার্বি মুক্তির পর থেকে দেশে দেশে প্রেক্ষাগৃহে দর্শকরা হুমড়ি খেয়ে পড়লেও অস্কারের ৯৬তম আসরের চূড়ান্ত মনোনয়নে সিনেমাটি হতাশ করেছে।
ধরে নেওয়া হয়েছিল গারউইগ এবং রবির নাম সেরা নির্মাতা এবং সেরা অভিনেত্রীর তালিকায় দেখা যাবে; কিন্তু সেটি হয়নি।
সেরা সিনেমার তালিকায় ‘বার্বি’র নাম থাকলেও অস্কার জিততে হলে প্রতিযোগিতা করতে হবে ১৩ শাখায় মনোনয়ন পাওয়া ‘ওপেনহাইমার’ এবং ‘পুওর থিংস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’সহ আরও নয়টি সিনেমার সঙ্গে।
পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর দৌড়ে এসেছে বার্বির অভিনেত্রী আমেরিকা ফেরারার নাম; আর পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে ‘বার্বি’র দ্বিতীয় মূল চরিত্র করা রায়ান গসলিংয়ের নামও তালিকায় এসেছে। এছাড়া, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা মৌলিক গান, সেরা শিল্প নির্দেশনা এবং সেরা পোশাক পরিকল্পনা শাখায় অস্কারে মনোনীত হয়েছে ‘বার্বি।
অস্কার মনোনয়নে সেরা নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীর তালিকা থেকে বার্বির ছিটকে পড়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন অ্যাবি।
তার বিবেচনায় গারউইগ এবং রবির নাম মনোনয়নের তালিকায় না থাকাটা ‘দুঃখজনক’।
তিনি বলেন, “গারউইগ একজন স্বপ্নদর্শী নির্মাতা। আজকের দিনে সেরাদের মধ্যে তিনি একজন। “
চলতি বছরের জানুয়ারির শেষ দিকে যখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ হয়, তখন মার্কিন চিত্র সমালোচকদের কেউ কেউ বলেছিলেন, অস্কারে ‘বার্বি’র ভাগ্য মনোনয়ন তালিকা থেকেই অনেকটা স্পষ্ট হয়ে গেছে।
এই প্রসঙ্গে অ্যাবির ভাষ্য, “আমি বলছি না অস্কার মনোনয়নের জুরিরা নারী-পুরুষ বৈষম্যে বিশ্বাসী। কিন্তু তালিকা দেখার পর মনে হয়েছে, তাদের অনেকে সিনেমাটি দেখেননি। অ্যাকাডেমিতে নানা বয়সের প্রায় ১০ হাজার সদস্য গত কয়েক বছর ধরে কাজ করছেন। তবে সংগঠনটি নিশ্চিতভাবে এখনো পুরুষকেন্দ্রিক।“
অ্যাবি বলেন, ওয়ার্নার ব্রাদার্স মনে করে কোভিড মহামারী এবং স্ট্রিমিং কোম্পানির দৌরাত্মে গেল কয়েকবছরে সিনেমা ইন্ডাস্ট্রি যে ধরনের ক্ষয়-ক্ষতির মুখোমুখি হয়েছিল, সেই অবস্থার পরিবর্তনে বার্বির গোলাপী দুনিয়ার অবদান অনেকখানি।