কোরবানির ঈদে তাদের দুজনের সিনেমাই মুক্তি পাচ্ছে।
Published : 28 Jun 2023, 04:38 PM
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে হঠাৎ ফোন করলেন অভিনেতা মাহফুজ আহমেদ। সেই ফোন পেয়ে উদ্বেলিত শাকিব খানও।
এবারের ঈদে শাকিব খান অভিনীত 'প্রিয়তমা' এবং মাহফুজ আহমেদ অভিনীত 'প্রহেলিকা' মুক্তি পাচ্ছে। সে হিসাবে প্রেক্ষাগৃহে শাকিবের শক্ত প্রতিদ্বন্দ্বী মাহফুজ। এছাড়া আফরান নিশো অভিনীত 'সুড়ঙ্গ', নিরব অভিনীত 'ক্যাসিনো' ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আলোচনা ছড়িয়েছে।
এক সময় টিভি নাটকের জনপ্রিয় তারকা মাহফুজ আহমেদ অনেক বছর ধরেই অভিনয়ে নেই। এবার ঈদে তিনি ফিরছেন লম্বা বিরতি শেষে, তাও আবার বড় পর্দায়।
সম্প্রতি 'প্রহেলিকা' সিনেমার প্রচারের এক অনুষ্ঠানেও শাকিবের প্রশংসা করে মাহফুজ বলেছিলেন, “শাকিব খান এখন একজন পরিণত অভিনেতা। ১০ বছর আগের শাকিব আর এখনকার শাকিব অনেক পরিণত। শাকিব খান একই সাথে অভিনেতা এবং নায়ক।"
শাকিব, নিশো, নিরবকে নিয়ে সিনেমা হলে একসঙ্গে ঘুরতে চান বলেও জানিয়েছেন মাহফুজ।
এবার শাকিবকে ফোন করে শাকিব ভক্তদের অনেকটা চমকই দেখালেন মাহফুজ। সেই চমক মুগ্ধ শাকিব খান বুধবার ফেইসবুকে লেখেন, “হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি, তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।”
ঈদে মুক্তি প্রতীক্ষিত মাহফুজ অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমার জন্যও শুভকামনা জানান শাকিব খান।
গত এক দশকেরও বেশি সময় ধরে ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের রাজত্ব। বিভিন্ন সময় অনন্ত জলিল, আরেফিন শুভ, বাপ্পি চৌধুরীসহ অনেক নায়কের সিনেমাই ঈদে মুক্তি পেলেও শাকিব খানের সেই রাজত্বে খুব বেশি নাড়া দিতে পারেননি।
ঈদের সিনেমার আলোচনায় এখনো এক নম্বরেই আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি সর্বাধিক হলে মুক্তি পাচ্ছে। অন্যদিকে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।