আগামী ২২ মার্চ সিনেমার প্রথম শিডিউলের শুটিং শেষ হবে। দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হবে জুন মাস নাগাদ।
Published : 22 Mar 2024, 07:50 PM
কলকাতার বিনোদন জগতের তিন চক্রবর্তীর কাজ নিয়ে খবর এসেছিল কিছুদিন আগে।
আনন্দবাজার লিখেছে, সেই খবর এখন আর কেবল খবর নয়। মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে নতুন সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন নির্মাতা রাজ চক্রবর্তী।
মাস দেড়েক আগে অন্য একটি সিনেমার শুটিং করতে করতে অসুস্থ হয়েছিলেন মিঠুন। ইস্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালেও থাকতে হয়েছিল তাকে। তবে সুস্থ হয়ে কাজে নিয়মিত হয়েছেন এই অভিনেতা।
শীরের হাল এখন কেমন? মিঠুন বলেন, “ভালোই আছি। শুটিং করছি। তবে সিনেমা নিয়ে এখন কোনো কথা বলব না। আপাতত শুটিংটা মন দিয়ে করতে চাই।"
বাবা ও ছেলের মধ্যে সম্পর্কের টানাপড়েন এই সিনেমার প্রেক্ষাপট, আছে আইনি লড়াইও।
পরিচালক রাজ বলেন, " আমাদের পরিবারে যে সমস্যাগুলো দেখি, সে রকমই কিছু ঘটনাকে এই সিনেমায় তুলে ধরতে চেয়েছি।’’
মিঠুন ও রাজ একসঙ্গে এর আগে রিয়েলিটি শোতে কাজ করলেও সিনেমায় এই প্রথম।
‘ডিস্কো ডান্সার' এর নিষ্ঠার প্রশংসা করে রাজ বলেন, "কল টাইমের আগে ফ্লোরে চলে আসছেন। ওয়ান শটে ওকে! তার থেকেও বড় কথা, বেশির ভাগ দৃশ্যে তার অভিনয় দেখে আমার চোখে জল আসছে। সামনে দাঁড়িয়ে না দেখলে বিশ্বাস করা কঠিন।"
মিঠুন মানেই ঋত্বিকের কাছে শৈশবের স্মৃতিমেদুরতা।
ঋত্বিক বলেন, “মনে আছে, ‘ডিস্কো ডান্সার’ মুক্তির দিন স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম ছিল। তখন বন্ধুদের মধ্যে কারও পদবি ‘বসু’ হলে সবাই নেতাজির প্রসঙ্গ তুলত। আর আমরা, ‘চক্রবর্তী’রা মিঠুনদার লোক।”
নিজের চরিত্র নিয়ে এখনই খুলে বলতে রাজি হলেন না তরুণ এই অভিনেতা। বললেন, ‘‘ আমি ছেলের চরিত্রে। সে খুব একটা সুসন্তান নয়। কিন্তু তার মধ্যেও অনেক চমক লুকিয়ে রয়েছে।’’
ঋত্বিক জানালেন, মিঠুন এখনও তার কোনো কাজ দেখেননি। কিন্তু ফ্লোরে এসে তার অভিনয়ের প্রশংসা করেছেন।
“আমি চমকে গিয়েছিলাম। আমার সম্পর্কে কীভাবে জানলেন জিজ্ঞাসা করতেই বলেছিলেন, ‘আমিও একটু খোঁজখবর নিয়েছি। কার সঙ্গে অভিনয় করব, সেটা জানা দরকার।”
সিনেমায় মিঠুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অনসূয়া মজুমদার। এছাড়া রয়েছেন সোহিনী সেনগুপ্ত, বিশ্বজিৎ চক্রবর্তী। বিশেষ একটি চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আগামী ২২ মার্চ সিনেমার প্রথম শিডিউলের শুটিং শেষ হবে। দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হবে জুন মাস নাগাদ।
এসভিএফ প্রযোজিত সিনেমা নাম ও মুক্তির দিন এখনও চূড়ান্ত হয়নি।
পুরনো খবর